খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  মারা গেলেন কাজী নজরুল ইসলামের নাতি বাবুল
  রাজনৈতিক দলগুলো কম সংস্কার চাইলে ডিসেম্বরের মধ্যেই নির্বাচন : প্রেস সচিব

ডুমুরিয়ায় ১৪টি ইউনিয়নে প্রার্থীদের প্রতীক বরাদ্দ

গাজী আব্দুল কুদ্দুস, ডুমুরিয়া

আসন্ন ইউপি নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে প্রতিদ্বন্দী ৬৩জন চেয়ারম্যান, ১৬২জন সংরক্ষিত সদস্য ও ৫৪২জন সাধারণ ওয়ার্ড সদস্য পদ প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেয়া হয়েছে। বুধবার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে।

নির্বাচন সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, বুধবার দ্বিতীয় ধাপে ইউপি নির্বাচনের ঘোষিত তফসীল অনুযায়ী ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে ৬৩জন, ৪২টি সংরক্ষিত ওয়ার্ড সদস্য পদে ১৬২জন ও ১২৬টি সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৫৪২জন চুড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে।

চেয়ারম্যান পদে বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত ১৪জন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশ এর ৭জন প্রার্থী দলীয় প্রতীক পেলেও স্বতন্ত্র প্রার্থীদের কোন কোন ক্ষেত্রে লটারীর মাধ্যমে প্রতীক নির্বাচন করে বরাদ্দ দেয়া হয়েছে।

উপজেলার ১৪টি ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী হিসেবে যারা যে প্রতীক পেয়েছেন তারা হলেন-

১নং ধামালিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোঃ রেজোয়ান হোসেন মোল্ল্যা(নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কামরুজ্জামান ফকির(হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী বিএম জহুরুল হক(আনারস), এসএম তোফাজ্জেল হক(রজনী গন্ধ্যা), জাহাঙ্গীর হাবিব টাইফুন(মোটর সাইকেল), মোঃ আনারুল ইসলাম(অটোরিকসা) ও জিএম সাকি(ঘোড়া)।

২নং রঘুনাথপুর ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খান শাকুর উদ্দিন(নৌকা), স্বতন্ত্র প্রার্থী মনোজিৎ বালা(আনারস), গাজী আব্দুল হক(ঘোড়া) ও এ.এম আমিনুর রহমান(চশমা)।

৩নং রুদাঘরা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মোস্তফা কামাল খোকন(নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী মাহাবুব আলম (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী গাজী তৌহিদুজ্জামান(আনারস), এম,এম ইমরান হোসেন(ঘোড়া)।

৪নং খর্ণিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী আফরোজা খানম মিতা(নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আহম্মদ আলী(হাত পাখা), স্বতন্ত্র প্রার্থী শেখ দিদারুল হোসেন দিদার(ঘোড়া), শেখ হেফজুর রহমান(আনারস), মেহেদী হাসান বিপ্লব (অটোরিকসা)।

৫নং আটলিয়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী প্রতাপ কুমার রায়(নৌকা), স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দিন(আনারস) এবং দৌলত হোসেন সরদার(ঘোড়া)।

৬নং মাগুরাঘোনা ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত রফিকুল ইসলাম হেলাল(নৌকা), ইসলামি আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম বিশ্বাস(হাতপাখা), মোঃ আব্দুল আজিজ (আনারস), মোঃ আব্দুল আজিজ শেখ (অটোরিকসা), শহিদুল ইসলাম(চশমা), আশরাফুল শেখ(ঘোড়া) ও আব্দুল হালিম(মোটর সাইকেল)।

৭নং শোভনা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সরদার আব্দুল গণি(নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী সুরঞ্জিত কুমার বৈদ্য(মোটর সাইকেল)।

৮নং শরাফপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত এইচ,এ আই,এম উবাঈদ উল্লাহ(নৌকা), স্বতন্ত্র প্রার্থী শেখ রবিউল ইসলাম(চশমা), হাফেজ মোঃ ওহিদুজ্জামান (ঘোড়া) ও বিএম আলমগীর হোসেন (আনারস)।

৯নং সাহস ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী শেখ আব্দুল কুদ্দুস(নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনিত প্রার্থী সৈয়েদ মোস্তাফিজুর রহমান (হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোঃ মাহবুবুর রহমান মোল্যা(আনারস), শাহজালাল মোড়ল(ঘোড়া) ও আনিচুর রহমান(মোটর সাইকেল)।

১০নং ভান্ডারপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হিমাংশু বিশ্বাস(নৌকা), স্বতন্ত্র প্রার্থী গোপাল চন্দ্র দে(মোটর সাইকেল),খান জিয়াউর রহমান(আনারস) ও বিপুল মন্ডল(ঘোড়া)।

১১নং ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী শাহ নেওয়াজ হোসেন জোয়ার্দ্দার(নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী আব্দুস সালাম খান(হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী গাজী হুমায়ুন কবির বুলু( চশমা), শেখ রবিউল ইসলাম(মোটর সাইকেল), এস,এম জাহাঙ্গীর আলম(আনারস) ও মাসুদ রানা নান্টু(ঘোড়া)।

১২নং রংপুর ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী রামপ্রসাদ জোয়াদ্দার(নৌকা), স্বতন্ত্র প্রার্থী অধ্যক্ষ সমরেশ মন্ডল(ঘোড়া) ও কাজল বিশ্বাস(আনারস)।

১৩নং গুটুদিয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী কাজী আলমগীর হোসেন(নৌকা), ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত প্রার্থী কবির সানা(হাতপাখা), স্বতন্ত্র প্রার্থী মোস্তফা সরোয়ার(চশমা), আবুল হাসান গাজী(আনারস), শেখ তুহিনুল ইসলাম(ঢোল), কাজী আব্দুল্লাহ(মোটর সাইকেল) ও সুস্মিতা রানী গাইন(ঘোড়া)।

১৪নং মাগুরখালি ইউনিয়নে আওয়ামীলীগ মনোনীত প্রার্থী বিমল কৃষ্ণ সানা(নৌকা), স্বতন্ত্র প্রার্থী সুজিত কুমার মন্ডল(আনারস) প্রতিক পেয়েছেন।

এ ছাড়া ১৪২ জন সংরক্ষিত সদস্য ও ৫৪২ জন সাধারণ ওয়ার্ড সদস্যদের মাঝে তাদের পছন্দের প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আগামী ১১ নভেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!