ডুমুরিয়ায় এক হতদরিদ্র ভ্যান চালকের উর্পাজনের একমাত্র সম্বল ইঞ্জিন ভ্যানটি চুরি হয়ে গেছে। বুধবার সন্ধ্যায় জামিরা বাজার এলাকা থেকে ভ্যানটি চুরি করা হয়।
ডুমুরিয়ার ওয়াপদার এলাকায় বসবাসকারী শাহাবুদ্দিন মোড়ল নামে এক হতদরিদ্র ভ্যান চালক জানায়, বুধবার দুপুরের দিকে মাছের ভাড়া নিয়ে জামিরা বাজারে যান। মাছ নামিয়ে দিয়ে নামাজের জন্য ভ্যানটি তালা মেরে মসজিদে নামাজ পড়তে যায়। নামাজ শেষে মসজিদ থেকে বেরিয়ে এসে দেখতে পান ওই স্থানে ভ্যানটি নেই। উর্পাজনের একমাত্র সম্বল ইঞ্জিন চালিত ভ্যানটি হারিয়ে তিনি কান্নায় ভেঙে পড়েন।
খুলনা গেজেট/এনএম