খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  দৈনিক ভোরের কাগজের প্রধান কার্যালয় বন্ধ ঘোষণা
  সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমার ক্ষমতা চ্যালেঞ্জ করে রিট দায়ের

ডুমুরিয়ায় সড়ক দখল করে ইট-বালুর ব্যবসা, ঘটছে দুর্ঘটনা

চুকনগর প্রতিনিধি

উত্তর ডুমুরিয়ায় বিভিন্ন সড়ক দখল করে ইট-বালুর অবৈধ ব্যবসা চলছে।সড়কের পাশে দিনের পর দিন নির্মাণ সামগ্রী রাখায় চলাচলে দারুণ বিঘ্ন ঘটছে। চরমে উঠেছে সাধারণ মানুষের ভোগান্তি। যানজট ও দুর্ঘটনারোধে ডুমুরিয়ার গুরুত্বপূর্ণ মোড় চিহ্নিত করে অভিযান পরিচালনা প্রয়োজন বলে দাবি এলাকার সচেতন মহলের। এসব অবৈধ ব্যবসা ও স্থাপনা উচ্ছেদের লক্ষ্যে এলাকা বাসীর পক্ষ থেকে খুলনা জেলা প্রশাসক বরাবরে অভিযোগ করা হয়েছে। করোনাকালে প্রশাসনিক শিথিলতার সুযোগ নিয়ে বিভিন্ন সড়ক ফুটপাত দখলে মাথাচাড়া দিয়েছে অবৈধ দখলদাররা।

সড়ক ও জনপথ বিভাগের অধীনে শাহপুর-ফুলতলা সড়কের আন্দুলিয়া মোল্যা পাড়া ও প্রাইমারী স্কুল, দেড়লী,রঘুনাথপুর, টোলনা এবং এলজিইডি’র আওতায় দৌলতপুর-শোলগাতিয়া সড়কের মিকশিমিল ও থুকড়া বাজারের ঈদগাহ সংলগ্ন রামকৃষ্ণপুর পশ্চিমপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে, ঘোনা মাদারডাঙ্গা, আমভিটা বাজারের পশ্চিম মোড়,শলুয়া বাইপাস মোড়সহ শাখা সড়কের বিভিন্ন ফুটপাত দখল করে ইট,খোয়া, বালুসহ নির্মাণ সামগ্রীর ব্যবসা চালাচ্ছে এক শ্রেণির সার্থান্বেষী মহল। এসব ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে সরকারী জায়গা ব্যবহার করে নিজেদের আখের গোছাতে ব্যস্ত। এলাকাবাসীর চরম দুর্ভোগ হলেও এদের কোন মাথাব্যাথা নেই। এদের বিরুদ্ধে কেউ কথা বলতে সাহস পায়না। কেউ প্রতিবাদ করলে তাদের বিভিন্ন হুমকী দেয়া হয়। এসব কারণে এলাকাবাসী তাদের কর্মকান্ড নীরবেই সহ্য করে যায়।

সাবেক ইউপি সদস্য মাষ্টার আনোয়ারুল ইসলাম বলেন,উত্তর ডুমুরিয়ার সড়ক ও ফুটপাত গুলো ইট বালুসহ নির্মাণ সামগ্রী ব্যবসায়ীদের দখলে চলে গেছে। একদিকে অবৈধ দখলে রাস্তার সৌন্দর্য হারাচ্ছে অন্যদিকে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। তাছাড়া ইঞ্জিনচালিত ভ্যান, ও বেপরোয়া মটর সাইকেল চলাচলে যাত্রী ভোগান্তি চরমে পৌঁছেছে।

রঘুনাথপুর ইউপি চেয়ারম্যান খান শাকুর উদ্দিন বলেন, বিষয়টি নিয়ে উপজেলা আইনশৃঙ্খলা মিটিং এ বার বার উত্থাপন করেছি।স্থাপনা উচ্ছেদের জন্য মাইকিংও করেছি। কিন্তু এ ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা হয়নি।এজন্য রাস্তায় প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটে চলেছে।

এলজিইিডি খুলনার নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান বলেন, এসব দখলদারদের বিরুদ্ধে প্রশাসনিক অভিযান পরিচালনা করা দরকার। আমি ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ইঞ্জিনিয়ারের সাথে কথা বলবো।

ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, এ বিষয়ে দ্রুত পদক্ষেপ নেয়া হবে।

খুলনা গেজেট/কেএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!