খুলনার ডুমুরিয়ায় ভদ্রা নদীর চর দখল করে মৎস্য ঘেরের ভেড়ি নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। শনিবার ভোর হতে প্রায় ২০/২৫জন শ্রমিক নিয়ে তিনি ভদ্রা নদীর চর দখল করে ঘেরের ভেড়ি তৈরির কাজ শুরু করে একটি পক্ষ। এ সংবাদে স্থানীয় ইউপি সদস্য ঘটনাস্থলে গেলে লোকজন নিয়ে কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করে তারা।
এ ঘটনায় প্রবাহমান ভদ্রা নদীর কিনারা ঘেষে মাটি ভরাট ও নদী দখল বন্ধের দাবি জানিয়ে জনৈক এক ব্যক্তি ডুমুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রাপ্ত অভিযোগে ডুমুরিয়া উপজেলার বরাতিয়া গ্রামের সত্যরঞ্জন রায়ের ছেলে শংকর রায় উল্লেখ করেন, একই গ্রামের মৃত নির্মল বিশ্বাসের ছেলে সমীর বিশ্বাস ও বিকাশ বিশ্বাস কুলবাড়িয়া বরাতিয়া মৌজার ভদ্রা নদীর কিনারার চর দখল পূর্বক ঘেরের ভেড়ি নির্মাণ করার পায়তারা করছে। তারই জের ধরে শনিবার ভোরে তিনি লোকজন নিয়ে ঘের তৈরির জন্য ভেড়ি বাঁধ দিতে থাকে। এ সংবাদে স্থানীয় ইউপি সদস্য পলাশ দাস ঘটনাস্থলে গেলে তারা দ্রুত কাজ বন্ধ করে ঘটনাস্থল ত্যাগ করেন।
এ ব্যাপারে সমীর বিশ্বাস বলেন, সবাই নদীর কিনারা দখল করে ঘের তৈরি করার কারণে তিনিও ঘের তৈরি করছেন।
ডুমুরিয়া উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শরীফ আসিফ রহমান বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছি। সরেজমিনে গিয়ে ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এসজেড