খুলনার ডুমুরিয়ায় ব্যাটারী চোর সিন্ডিকেটের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। রবিবার রাতে তাদেরকে টিপনা গ্রাম হতে একটি ড্রাম ট্রাকের ব্যাটারী চুরির চেষ্টাকালে হাতেনাতে আটক করা হয়।
এসময় চুরির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান ও অন্যান্য সরঞ্জামাদি জব্দ করা হয়। এঘটনায় ড্রাম ট্রাক মালিক আব্দুর রশিদ শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন।
ডুমুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ওবাইদুর রহমান জানায়, খুলনা সাতক্ষীরা মহাসড়কের পাশে ডুমুরিয়ার উপজেলার টিপনা গ্রামের আব্দুর রশিদ শেখ প্রতিদিনের ন্যায় তার ড্রাম ট্রাকটি বাড়ির গলির ভিতর রেখে ঘুমিয়ে পড়েন। রবিবার (সোমবার দিবাগত রাত) রাত আনুমানিক সাড়ে ৩টার দিকে রশিদ শেখের মাতা প্রকৃতির ডাকে সাড়া দিয়ে বাইরে যাওয়ার উদ্দেশ্যে ঘরে থেকে বের হয়ে দেখতে পান কয়েকজন ব্যক্তি ড্রাম ট্রাক হতে ব্যাটারী খোলার চেষ্টা করছে। এসময় তার আত্মচিৎকারে চোরেরা দ্রুত পিকআপ ভ্যান যোগে পালিয়ে যাওয়ার জন্য ডুমুরিয়া অভিমুখী পালানোর জন্য রওনা হলে বিষয়টি থানা পুলিশকে জানানো হলে রাস্তায় টহলতর পুলিশ পিকআপ ভ্যানের পিছু ধাওয়া করে টিপনা নতুন রাস্তার বাজার নামক স্থান থেকে তিন চোরসহ পিকআপ ভ্যান (খুলনা মেট্রো ন-১১-১০৮৭) এবং ব্যাটারী খোলার কাজে ব্যবহৃত রেঞ্জ ও প্লাসসহ অন্যান্য সরঞ্জামাদি আটক করে।
এঘটনায় ড্রাম ট্রাক মালিক আব্দুর রশিদ শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি মামলা দায়ের করেন। আটককৃত আসামীরা হলেন, খুলনার লবনচরা থানা এলাকার মোঃ সুমনুল ইসলাম (২০), মেহেদী হাসান (১৯) ও সাগর হাওলাদার (২০)। আটককৃতদের সোমবার সকালে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।