আগামী ১১ নভেম্বর ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে অনুষ্ঠিতব্য দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে বিদ্রোহী প্রার্থীর ছড়াছড়ি । নির্বাচনকে ঘিরে ১৪টি ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৭০ জন প্রার্থী, সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৬৩ জন প্রার্থী এবং সাধারণ ওয়ার্ড সদস্য পদে ৫৪৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
রোববার দিনব্যাপী (১৭অক্টোবর) মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে উপজেলা চত্বর ছিল প্রার্থী ও সমর্থকদের উপচে পড়া ভিড়। ছিলো না নির্বাচনী আচরণ বিধি মানার কোন লক্ষণ। অনেকে বাদ্য বাজনা,মোটর সাইকেল শোভাযাত্রা ও ঢাক ঢোল পিটিয়ে মনোনয়ন দাখিল করতে আসেন। তবে বিদ্রোহী প্রার্থীদের লোকের ভিড়ে মূল প্রার্থীদের একটু কোনঠাসা মনে হয়েছে।
সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে রোববার মনোনয়ন পত্র জমা দেয়ার শেষ দিনে ১নং ধামালিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোঃ রেজোয়ান হোসেন মোল্যা,জহুরুল হক, কামরুজ্জামান ফকির,আনিচুর গাজী, এসএম তোফাজ্জেল হক,জাহাঙ্গীর হাবিব টাইফুন,বাবুল আক্তার, আনারুল ইসলাম, জিএম সাকি। সংরক্ষিত মহিলা সদস্য পদে ১৩ জন ও সাধারণ সদস্য পদে ৪১জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
২নং রঘুনাথপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী খান শাকুর উদ্দিন,মনোজিৎ বালা,গাজী আব্দুল হক,এএম আমিনুর রহমান। সংরক্ষিত সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৬জন মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৩নং রুদাঘরা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী মোস্তফা কামাল খোকন, সাবেক চেয়ারম্যান গাজী তোহিদুজ্জামান, মাহাবুবুল আলম,এসএম ইকবল হোসেন ও মনিরুল ইসলাম। সংরক্ষিত সদস্য পদে ১৩ ও সাধারণ সদস্য পদে ৩৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
৪নং খর্ণিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী আফরোজা খানম মিতা, বর্তমান চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী শেখ দিদারুল হোসেন দিদার, আওয়ামীলীগ নেতা শেখ হেফজুর রহমান, শ্রমিকলীগ নেতা মেহেদী হাসান বিপ্লব, আহমদ আলী, শেখ শাহিনুর রহমান। সংরক্ষিত সদস্য পদে ১৫জন ও সাধারণ সদস্য পদে ৪২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
৫নং আটলিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামীলীগের দলীয় মনোনীত প্রার্থী এ্যাডঃ প্রতাপ রায়, জেলা আওয়ামী নেতা অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী স্বতন্ত্র প্রার্থী শেখ হেলাল উদ্দীন ও সরদার দৌলত হোসেন। সংরক্ষিত সদস্য পদে ১১ ও সাধারণ সদস্য পদে ৫২জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেছেন।
৬নং মাগুরাঘোনা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৯জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেখ রফিকুল ইসলাম হেলাল, আব্দুল আজিজ শেখ, মাওঃ নজরুল ইসলাম, শহিদুজ্জামান শহিদ, আশরাফুল ইসলাম,আব্দুল হালিম,রশিদা পারভীন, শফিকুল ইসলাম বিশ্বাস, আব্দুল আজিজ। সংরক্ষিত সদস্য পদে ১৪জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
৭নং শোভনা ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী সরদার আব্দুল গনি ও বর্তমান চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য। সংরক্ষিত সদস্য পদে ১৩জন ও সাধারন সদস্য পদে ৪৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
৮নং শরাফপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী এইচ এ আই এম উবাঈদ উল্লাহ, রবিউল ইসলাম,ওহিদুজ্জামান,বিএম আলমগীর কবির, সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
৯নং সাহস ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী শেখ আব্দুল কুদ্দুস,এফ এম,আনিসুর রহমান,মোঃ মাহাবুবুর রহমান,শাহা জালাল মোড়ল,সৈয়দ মুস্তাফিজুর রহমান। সংরক্ষিত সদস্য পদে ১২জন ও সাধারণ সদস্য পদে ৪২জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
১০নং ভান্ডারপাড়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান ডাঃ হিমাংশু বিশ্বাস,গোপাল চন্দ্র দে,খান জিয়াউর রহমান, বিপুল মন্ডল। সংরক্ষিত সদস্য পদে ৯জন ও সাধারণ সদস্য পদে ৪১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
১১নং ডুমুরিয়া সদর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ নেওয়াজ হোসেন জোয়াদ্দার, বর্তমান চেয়ারম্যান গাজী হুমায়ন কবির বুলু, সাংবাদিক এসএম জাহাঙ্গীর আলম,শেখ রবিউল ইসলাম,মাসুদ রানা নান্টু,শেখ জামিল আক্তার লেলিন ও আব্দুস সালাম খান।সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৮জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
১২নং রংপুর ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৪জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বর্তমান চেয়ারম্যান রাম প্রসাদ জোয়াদ্দার, সমরেশ মন্ডল, কাজল বিশ্বাস ও শিবপদ জোয়াদ্দার। সংরক্ষিত সদস্য পদে ১০ জন ও সাধারণ সদস্য পদে ৩৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
১৩নং গুটুদিয়া ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী কাজী আলমগীর, সাবেক চেয়ারম্যান মোস্তফা সরোয়ার, সাংবাদিক কাজী আব্দুল্লাহ,শেখ তুহিনুল ইসলাম,আবুল হাসান গাজী, কবির সানা ও সুষ্মিতা রানী গাইন।সংরক্ষিত সদস্য পদে ১০ ও সাধারণ সদস্য পদে ৩৫জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
১৪ নং মাগুরখালী ইউনিয়ন হতে চেয়ারম্যান পদে ৩জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। এরা হলেন বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগের দলীয় মনোনীত প্রার্থী বিমল কৃষ্ণ সানা,সুজিৎ কুমার মন্ডল ও দ্বীনবন্ধু বালা।সংরক্ষিত সদস্য পদে ১০জন ও সাধারণ সদস্য পদে ৩৩জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল হয়েছে।
এব্যাপারে ১৪টি ইউনিয়নে দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং অফিসার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ ফিরোজ আহম্মেদ,সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু বক্কর সিদ্দিক,নির্বাচন কমিশন কল্লোল বিশ্বাস,সমবায় কর্মকর্তা জাহিদুর রহমান, কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন ও সমাজ সেবা কর্মকর্তা সুব্রত বিশ্বাস জানায়, কোন রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশের মধ্য দিয়ে সকল প্রার্থীর মনোনয়ন দাখিল সম্পন্ন হয়েছে।
খুলনা গেজেট/ টি আই