ডুমুরিয়া উপজেলার গজেন্দ্রপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাদের প্লাস্টার ,দরজা জানালা সংস্কারের জন্য বরাদ্দকৃত ২লাখ টাকার কাজে অনিয়মের অভিযোগ উঠেছে। এর প্রতিকার চেয়ে উপজেলা নির্বাহী অফিসার বরাবর এলাকাবাসীর পক্ষ থেকে অভিযোগ দায়ের করা হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিলকৃত অভিযোগ ও একাধিক দায়িত্বশীল সুত্রে জানা গেছে, গজেন্দ্রপুর দক্ষিণপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভবনটির প্লাস্টার বেশ আগে থেকেই ধসে পড়ছে। প্রায় সকল জানালা ও দরজা নষ্ট হয়েছে গেছে। ছাদে দেখা দিয়েছে বড় ধরনের ফাটল। ছেলে-মেয়েরা সব সময় আতংকের মধ্যে ক্লাস করে। বিদ্যালয়টি সংস্কারের জন্য জেলা প্রশাসন ২ লাখ টাকা ইতিমধ্যে বরাদ্দ নিয়েছে।
প্রাপ্ত অভিযোগ সূত্রে জানা যায়, বিদ্যালয়টির সভাপতি আব্দুল ওয়াদুদ শেখ ও কতিপয় শিক্ষকের যোগসাজসে সামান্য চুনকাম করেই ২ লাখ টাকা তুলে নিয়েছেন। অভিভাবকরা আশংকা করছেন বিদ্যালয়টির দ্রুত সংস্কার না হলে যে কোন বড় ধরনের অঘটন ঘটতে পারে। তাছাড়া এলাকাবাসী এ অনিয়মের জন্য শালিশী বৈঠক করেও কোন সমাধান করতে পারেননি। নিরুপায় হয়ে আজ (মঙ্গলবার) এলাকাবাসীর গনস্বাক্ষরিত একটি অভিযোগ উপজেলা নির্বাহী অফিসার বরাবর দাখিল করা হয়েছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার আবদুল ওয়াদুদ বলেল, অভিযোগ পেয়েছি। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
তবে প্রতিষ্ঠানটির সভাপতি আব্দুল ওয়াদুদ শেখ এসকল অভিযোগ অস্বীকার করে বলে প্রকৃত টাকার কাজ হয়েছে। প্রতিপক্ষরা এসব অসত্য তথ্য দিয়ে তাকে হয়রানী করছেন বলে তিনি জানান।
খুলনা গেজেট/কেএম