চুকনগর-সাতক্ষীরা মহাসড়কে দুর্ঘটনায় আহত আব্দুল গফুর মাহমুদ মারা গেছেন। শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান তিনি। মদনপুর গ্রামের বাসিন্দা তিনি।
জানা গেছে, শুক্রবার (১৫ অক্টোবর) সকাল সোয়া ১০ টার দিকে সাতক্ষীরা থেকে একটি দ্রুতগামী প্রাইভেটকার মদনপুর বাসস্ট্যান্ডে এসে গফুর মাহমুদকে বহনকারী মোটরসাইকেলকে সজোরো ধাক্কা দিলে তিনি মারাত্মকভাবে আহত হন। এলাকাবাসী উদ্ধার করে ওই সময়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে তাকে। পরে রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান গফুর মাহমুদ। পুলিশ সকালে ঘাতক প্রাইভেটকার আটক করে, যার নং (ঢাকা মেট্রো খ ১২- ৬৪৫৫)।
খুলনা গেজেট/এএ