মাগুরাঘোনায় শুষ্ক মৌসুমে সদ্য রোপনকৃত বোরো ধানের ক্ষেত নষ্ট করার অভিযোগ পাওয়া গেছে এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে। এঘটনায় ডুমুরিয়া উপজেলার হোগলাডাঙ্গা গ্রামের কৃষকরা উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
প্রাপ্ত অভিযোগ সুত্রে জানা যায়, হোগলাডাঙ্গা গ্রামের কৃষক মোঃ জুলফিকার আলী শেখ, এরশাদ আলী শেখ ও আব্দুল জলিলসহ শতাধিক কৃষক আরশনগর মৌজায় বিলে ইরি বোরো ধান রোপন করে। গত ২৪/০১/২২ইং তারিখে উপজেলার বেতাগ্রামের আব্দুর রহিম শেখের পুত্র রফিকুল ইসলাম শেখ নামে এক ব্যক্তি তাদের রোপনকৃত ধানের জমিতে তার লিজ ঘেরের পানি সেচ দিয়ে তাদের ধান ক্ষেত তলিয়ে দিয়ে ধান নষ্ট করে দিয়েছে। এতে তাদের প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
বর্তমানে ধান ক্ষেতের পানি নিষ্কাশনের কোন পথ নেই। এমতাবস্থায় তারা বিবাদীকে প্রতিকারের ব্যবস্থা করতে বলায় বিভিন্ন ধরণের ভয়ভীতি ও হুমকি-ধামকি দিচ্ছে এবং তিনি নিজ ক্ষমতাবলে গায়ের জোরে তাদের ক্ষতি সাধন করেছে। নিরুপায় কৃষকরা প্রতিকার চেয়ে এবং বিবাদীর রোষানল থেকে রক্ষা পাওয়ার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছে।
এব্যাপারে রফিকুল ইসলাম তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ আব্দুল ওয়াদুদ বলেন, কৃষকের ধান ক্ষেতে পানি তুলে ধান গাছ নষ্ট করার ব্যাপারে একটি অভিযোগ হয়েছে। আমি উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেনকে বিষয়টি তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছি।
উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মোসাদ্দেক হোসেন বলেন, অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/ এস আই