ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে প্রতারণা মামলার দুই আসামীসহ চার ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার রাত ৮ টার দিকে পৃথক অভিযানে তাদেরকে গ্রেফতার করা হয়।
থানা পুলিশের উপ-পরিদর্শক (এস আই) বিকাশ দাস বলেন, বিভিন্ন লোককে চাকুরী দেয়ার প্রলোভনে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সিআর ২১২/২১ মামলার খালিশপুর থানার ওয়ারেন্ট ভুক্ত আসামী উপজেলার নরনিয়া গ্রামের আশরাফ হোসেনের পুত্র কথিত সিআইডি অফিসার মোঃ মুজাহিদুল ইসলাম ও মৃত এবাদ আলী মোড়লের পুত্র আশরাফ হোসেনকে গ্রেফতার করা হয়।
এরপর একই গ্রামের কাতার সরদারের পুত্র আব্দুস সেলিম সরদার ও আব্দুল হালিম সরদার সিআর ১৯৪/১৯ ওয়ারেন্ট ভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো : ওবাইদুর রহমান জানায়, গ্রেফতারকৃত ওয়ারেন্ট ভুক্ত আসামীদের মঙ্গলবার বেলা ১১ টার দিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
খুলনা গেজেট/এএ