ডুমুরিয়ার চুকনগর বাজার থেকে বসন্ত সরকার নামে এক ব্যক্তির ইজিবাইক চুরি হয়েছে। রোববার সকাল ১০টার দিকে চুকনগর বাজারের ইজিবাইক ষ্ট্যান্ড থেকে এটি চুরি করা হয়।
ডুমুরিয়া উপজেলার গোনালী গ্রামের মৃত নদেরচাঁদ সরকারের ছেলে ও ইজিবাইক চালক বসন্ত সরকার জানায়, প্রতিদিনের ন্যায় তিনি চুকনগর ইজিবাইক ষ্ট্যান্ডে তার ইজিবাইকটি রেখে পাশে যান। ফিরে এসে দেখেন নির্ধারিত স্থানে ইজিবাইকটি নেই। এভাবে চোখের পলকে তার উর্পাজনের একমাত্র সম্বল হারিয়ে তিনি কান্না জড়িত কন্টে ভেঙে পড়েন। এ রির্পোট লেখা পর্যন্ত ডুমুরিয়া থানায় অভিযোগের প্রস্তুতি চলছিল।
খুলনা গেজেট / আ হ আ