খুলনা, বাংলাদেশ | ৬ মাঘ, ১৪৩১ | ২০ জানুয়ারি, ২০২৫

Breaking News

  সালমান-আনিসুল-পলকসহ ৮ জন নতুন মামলায় গ্রেপ্তার
  ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম আজ থেকে শুরু

ডুমুরিয়ার ১৪ ইউপি’র মধ্যে দু’টিতে নৌকার বিজয়

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়া উপজেলার ১৪ ইউনিয়নে অবাধ নিরপেক্ষ নির্বাচনে নৌকা প্রতিকের চরম ভরাডুবি হয়েছে। ১৪টি ইউনিয়নের মধ্যে মাত্র দুটিতে জিতেছে নৌকার প্রার্থী। বাকি ১২টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপি সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা জয়লাভ করেছেন।

উপজেলার ১৪ ইউনিয়নের বে-সরকারী ফলাফলে ১ নং ধামালিয়া ইউনিয়নে বিএনপির এম জহুরুল হক জয়ী হয়েছেন ।

২ নং রঘুনাথপুর ইউনিয়নে মনোজ কুমার বালা আনারস প্রতিকে ৬৫৪০ ভোট পেয়ে জয়ী ও নিকটতম গাজী আব্দুল হক ঘোড়া প্রতিকে ৪৬৩৫ ভোট পেয়েছেন ।

৩ নং রুদাঘরা ইউনিয়নে গাজী তৌহিদুর রহমান আনারস প্রতিকে ৭১১৮ ভোট পেয়ে জয়ী ও নিকটতম এম এম ইমরান হোসেন পেয়েছেন ৪৫২০ ভোট ।

৪ নং খর্নিয়া ইউনিয়নে বিএনপির শেখ দিদারুল হোসেন ঘোড়া প্রতিকে ৪৫৮২ ভোট পেয়ে জয়ী হয়েছেন। নিকটতম মেহেদী হাসান বিপ্লব ৩১৬৪ ভোট পেয়েছেন।

৫ নং আটলিয়া ইউনিয়নে বিএনপির হেলাল উদ্দিন আনারস প্রতিকে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের এ‍্যাড: প্রতাব রায় ।

৬ নং মাগুরখালী ইউনিয়নে রফিকুল ইসলাম হেলাল নৌকা প্রতিক জয়ী হয়েছেন ।

৭ নং শোভনা ইউনিয়নে সুরজ্ঞিত কুমার বৈদ‍্য মোটর সাইকেল প্রতিকে ৭৫২২ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের সরদার আব্দুল গনি ৬৫৪৬ ভোট পেয়েছেন ।

৮ নং শরাফপুর ইউনিয়নে শেখ রবিউল ইসলাম রবি স্বতন্ত্র চশমা প্রতিকে ৫০৫৭ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের ওবাইদুর রহমান ভোট পেয়েছেন ৪৪৩৯ ভোট পেয়েছেন ।

৯ নং সাহস ইউনিয়নে বিএনপির মোল্ল‍্যা মাহাবুর রহমান সতন্ত্র মোটর সাইকেল প্রতিকে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের শেখ আব্দুল কূদ্দুস ।

১০ নং ভান্ডারপাড়া ইউনিয়ননে গোপাল চন্দ্র দে মোটর সাইকেল প্রতিক জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের ডা: হিমাংশু বিশ্বাস ।

১১ নং ডুমুরিয়া সদর গাজী হুমাউন কবির বুলু চশমা প্রতিকে ৭১৫৪ ভোট পেয়ে জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের শাহানেওয়াজ হোসেন জোয়াদ্দার পেয়েছেন ৬২৩৫ ভোট ।

১২ নং রংপুর ইউনিয়নে সমারেশ মন্ডল স্বতন্ত্র ঘোড়া প্রতিক জয়ী হয়েছেন ও নিকটতম নৌকা প্রতিকের রাম প্রসাদ জোদ্দার ।

১৩ নং গুটুদিয়া ইউনিয়নে শেখ তুহিনুল ইসলাম স্বতন্ত্র ঢোল প্রতিক জয়ী হয়েছেন ও নিকটতম মোস্তফা সরোয়ার চশমা ।

১৪ নং মাগুরখালী ইউনিয়নে নৌকা প্রতিকের বিমল কৃষ্ণ সানা ৫২০৫ ভোট পেয়ে জয়ী ও নিকটতম সুজিত মন্ডল ৪৪৬১ পেয়েছেন।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!