নারী উপ সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে মাঠ পর্যায়ে কাজের অসামান্য অবদানের স্বীকৃতি স্বরুপ ডুমুরিয়া উপজেলার কৃষি দপ্তরের উপ-সহকারী করুনা মন্ডলকে শ্রেষ্ঠ নারী কর্মীর পুরষ্কারে ভৃষিত করেছেন কৃষি মন্ত্রণালয়।
মঙ্গলবার সকাল ১০টায় কৃষি মন্ত্রণালয়ের কনফারেন্স রুমে সনদপত্র ও ক্রেষ্ট প্রদান করেন কৃষি মন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।
জানা যায়, শরাফপুর ইউনিয়নের কালিকাপুর ব্লকে তিনি উপ-সহকারী কৃষি কর্মকর্তা হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করছেন তিনি। কৃষকদের সাথে একজন নারী হয়েও প্রতিদিন সকাল হতে বিকাল পর্যন্ত মাঠে পড়ে থেকে, রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে পরামর্শ ও কৃষকের ভাগ্য উন্নয়নে সহযোগিতা করার সফলতা হিসেবে কৃষি মন্ত্রণালয় দেশের মাঠ পর্যায়ে শ্রেষ্ঠ নারী কর্মীর পুরষ্কারে ভূষিত করেন।
২১-২২অর্থ বছরে কর্ম সম্পাদন সুচকের আওতায় নারী মাঠ কর্মী হিসাবে তাকে মনোনীত করে কৃষি মন্ত্রণালয়।
এব্যাপারে উপসহকারী কৃষি কর্মকর্তা করুনা মন্ডল বলেন, কাজের স্বীকৃতি স্বরুপ এ পুরষ্কার। সফলতার সাথে মাঠে কাজ করেছি। কৃষকদের সাথে নিবিড়ভাবে নিজেকে নিয়োজিত রেখে উন্নত কৃষি আবাদ ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হতে সাহায্যে করছি। ভাল কাজের ফল হিসেবে এ পুরষ্কার পেয়েছি। আমাকে শ্রেষ্ঠ নির্বাচিত করে পুরষ্কার প্রদান করায় কৃষি দপ্তরের সকল কর্মকর্তাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি।
এছাড়া করুনা মন্ডল ২০১৮ সালে কৃষি অধিদপ্তরের আওতাধীন এনএটিপি প্রকল্প থেকে ইন্দোনেশিয়া ভ্রমনে যান।