খুলনা, বাংলাদেশ | ৪ মাঘ, ১৪৩১ | ১৮ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

ডুমুরিয়ার আবুল হোসেন পেলেন বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার

ডুমুরিয়া প্রতিনিধি

খুলনার ডুমুরিয়ায় কৃষিক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃত স্বরুপ আবুল হোসেন সরদার নামে শ্রবণ প্রতিবন্ধী এক কৃষককে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার প্রদান করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে ১০টার সময় ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে তার হাতে এ পুরষ্কার তুলে দেয়া হয়।

এসময় ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রী কৃষিবিদ ড. আব্দুল রাজ্জাক, মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী সম রেজাউল করিম, সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী প্রমুখ।

ডুমুরিয়া উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ ইনসাদ ইবনে আমীন জানায়, ডুমুরিয়া উপজেলার আরশনগর গ্রামের মাদার সরদারের ছেলে শ্রবণ প্রতিবন্ধী আবুল হোসেন সরদার শারিরীক সীমাবন্ধতাকে জয় করে বিভিন্ন সবজি, ফল ও বীজ উৎপাদনের স্বীকৃতি স্বরুপ তাকে `বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরষ্কার ১৪২৬’ এর রৌপ্যপদক প্রদান করা হয়েছে।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!