খুলনার ডুমুরিয়া থানা পুলিশের অভিযানে ওয়ারেন্টভুক্তসহ নিয়মিত মামলার ৭ আসামিকে আটক করা হয়েছে। আটককৃত আসামিদের সোমবার (৫জুলাই) কোর্ট হাজতে পাঠানো হয়েছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের বিশেষ অভিযানে রোববার দিবাগত রাতে ডুমুরিয়া গ্রামের মামলায় আদালতে ওয়ারেন্টভূক্ত আসামি আল আমিন খান (৪৫) থানার নিয়মিত মামলার আসামি আমভিটা এলাকার সুফল বিশ্বাস (৩০) রামপদ বিশ্বাস (৫০) ইন্দ্রজিৎ বিশ্বাস (২০)নেপাল বিশ্বাস (৩৮) গোপাল বিশ্বাস (৪০) সাধন বিশ্বাস (২১) কে গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান বলেন, আসামিদের কোর্ট হাজতে পাঠানো হয়েছে।