ডুমুরিয়া মাগুরাঘোনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাগুরাঘোনা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আবুল হোসেন চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে আজ রাত আনুমানিক সাড়ে নয়টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি দীর্ঘদিন দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত ছিলেন। তার মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন খুলনা জেলা ও ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ হলেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব শেখ হারুন অর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী, সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ, সহ-সভাপতি অ্যাডভোকেট রবীন্দ্রনাথ মন্ডল সহ-সভাপতি অধ্যক্ষ এ বি এম শফিকুল ইসলাম, মোস্তফা কামাল খোকন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কামরুজ্জামান জামাল, সাংগঠনিক সম্পাদক সরদার আবু সালেহ, ডুমুরিয়া উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শাহানাজ হোসেন জোয়ার্দার, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম প্রমুখ।