খুলনা, বাংলাদেশ | ৯ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৪ নভেম্বর, ২০২৪

Breaking News

  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ১০ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৮৮৬

ডুমুরিয়ায় ইটভাটায় ৫ লাখ টাকা জরিমানা

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি

খুলনার পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে রোববার (২১ এপ্রিল) সকালে ডুমুরিয়া উপজেলার শোলমারি এলাকার ইটভাটায় বিভিন্ন অনিয়মের অভিযোগে ভ্রাম্যমান আদালতের এক অভিযানে ৫ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আদালত সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার সকালে উপজেলার শোলমারি এলাকায় ভ্রাম্যমান আদালতের এক অভিযানে এস.বি ব্রিকস নামক ইটভাটা’র বিরুদ্ধে ইট প্রস্তুত ও ভাটা-স্থাপন-নিয়ন্ত্রণ আইন ২০১৩(সংশোধিত-২০১৯)’র বিভিন্ন ধারা লংঘন করে ইটভাটা পরিচালনার অপরাধে বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসিফুর রহমান মেসার্স এস.বি ব্রিকস-কে ৫ লাখ টাকা জরিমানা করেন। এবং তা আদায় করা হয়েছে। এছাড়া আগামিতে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রন) আইন অনুসরণ করেই ইটভাটা পরিচালনার জন্য মালিককে নির্দেশনা প্রদান করা হয়েছে। ওই মোবাইল কোর্টটি পরিচালনায় খুলনার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. মারুফ বিল্লাহ প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন।

এ প্রসঙ্গে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট বলেন, পরিবেশ সুরক্ষায় খুলনা জেলার বিভিন্ন ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলমান থাকবে।

খুলনা গেজেটে/কেডি




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!