খুলনা, বাংলাদেশ | ৩ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৮ নভেম্বর, ২০২৪

Breaking News

  সোনারগাঁওয়ে টিস্যু গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ১২ ইউনিট
  আগামীতে সরকারের মেয়াদ হতে পারে চার বছর : আলজাজিরাকে ড. ইউনূস

ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় খুলনার সাংবাদিক রাশেদের জামিন

নিজস্ব প্রতিবেদক

ডিজিটাল নিরাপত্তা আইনে দায়েরকৃত মামলায় মানবজমিনের খুলনার স্টাফ রিপোর্টার মোঃ রাশিদুল ইসলামের জামিন আবেদন মঞ্জুর করেছেন ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেনের আদালতে তিনি আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

আদালতে তার আবেদনের পক্ষে ছিলেন এ্যাড. জাহিদুর রহমান মিয়া, এ্যাড.প্রিয়লাল সাহা, এ্যাড. সৈয়দা ফরিদা ইয়াসমিন জেসি ও এ্যাড. আবুল কালাম আজাদ। এর আগে গত ৭ অক্টোবর অভিযোগপত্র গ্রহণ করে মামলার দায় থেকে ঢাকা ট্রিবিউন ও বাংলা ট্রিবিউনের প্রতিনিধি হেদায়েৎ হোসেনকে অব্যাহতি দেন বিচারক। এছাড়া মামলার অপর আসামী রাশিদুল ইসলাম উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

এ্যাড. জাহিদুর রহমান মিয়া গণমাধ্যমকে জানান, সাংবাদিক রাশিদুল ইসলাম এই মামলায় হাইকোর্ট থেকে জামিনে নিয়ে খুলনার আদালতে নিয়মিত হাজিরা দিয়ে আসছেন। গত ২৩ মার্চ পুলিশ তদন্তের পর খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তাকে অভিযুক্ত করে এবং মামলার অপর আসামী বাংলা ট্রিবিউনের সাংবাদিক হেদায়েত হোসেনের অব্যাহতি চেয়ে অভিযোগ পত্র দাখিল করেন। যা গত ১০ আগস্ট পর্যালোচনা করার পর ৭ অক্টোবর তারিখ ধার্য করে খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কার্যালয়ে বদলির জন্য প্রেরণ করা হয়।

সে অনুযায়ী ৭ অক্টোবর হাজিরা দিতে সংশ্লিষ্ট কোর্টে গিয়ে জানতে পারেন, তার মামলাটি ঢাকার সাইবার ট্রাইবুনালে বদলী হয়েছে। এরপর তিনি খোঁজ নিয়ে জানতে পারেন গত ৭ অক্টোবর বাংলাদেশ সাইবার ট্রাইবুনালের বিচারক মামলার অভিযোগপত্র গ্রহণ করে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এরই প্রেক্ষিতে সাইবার ট্রাইব্যুনালে জামিন আবেদ করলে আদালত তার জামিন মঞ্জুর করেন।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!