এশিয়া কাপে শ্রীলঙ্কার বিপক্ষে অভিষেক হওয়া ওপেনার তানজিদ হাসান তামিম ব্যর্থ হয়েছেন। ডাক মেরে ক্যারিয়ার শুরু করেছেন তিনি। তিনে নামা নাজমুল শান্ত শুরুতে ক্যাচ দিয়েও বেঁচে গেছেন।
বাংলাদেশ ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১৭ রানে ব্যাট করছে। ক্রিজে থাকা নাঈম শেখ ৯ রান করেছেন। তার সঙ্গী নাজমুল শান্ত ২ রানে জীবন পেয়েছেন। অধিনায়ক শানাকা তালুবন্দি করতে পারেননি তার নেওয়া শট। মহেশ থিকসানার করা দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে তানজিদ লেগ বিফোরের শিকার হয়েছেন।
নতুন করে ওয়ানডের নেতৃত্বভার পাওয়া সাকিব শ্রীলঙ্কার বিপক্ষে টস জিতে ব্যাটিং নিয়েছেন। ব্যাটিং উপযোগী উইকেটে বড় রান করার আশার কথা জানান তিনি। বাংলাদেশ একাদশে আছেন শেখ মাহেদী হাসান।
বাংলাদেশ একাদশ: নাঈম শেখ, তানজিদ তামিম, নাজমুল শান্ত, তাওহীদ হৃদয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মেহেদি মিরাজ, শেখ মাহেদী, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
শ্রীলঙ্কার একাদশ: দিমুথ করুনারত্নে, পাথুন নিশাঙ্কা, কুশল মেন্ডিস, সাদিরা সামারাবিক্রমা, চারিথা আশালঙ্কা, ধনাঞ্জয়া ডি সিলভা, দাশুন শানাকা, দুনিথ ওয়াল্লালাগে, মহেশ থিকসানা, কাসুন রাজিথা, মাথিসা পাথিরানা।
খুলনা গেজেট/ টিএ