নড়াইলের লোহাগড়া উপজেলায় ট্রলি থেকে পড়ে দেয়ালে ধাক্কা লেগে মো. রিয়াজুল গাজী (১৫) নামে এক কিশোর হাসপাতালে নেয়ার পথে মারা গেছে। শনিবার রাত ১১টার দিকে যশোর নেয়ার পথে সে মারা যায়। এর আগে সন্ধ্যায় উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা কাজী অফিসের সামনের মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
লোহাগড়া থানা পুলিশের উপ-পরিদর্শক সুমন হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত রিয়াজুল গাজী উপজেলার ইতনা ইউনিয়নের ইতনা পূর্বপাড়া গ্রামের তপন গাজীর ছেলে।
পুলিশ ও নিহতের স্বজন সূত্রে জানা গেছে, শনিবার সন্ধ্যায় রিয়াজুল গাজী নামে ওই কিশোর ট্রলিযোগে ইতনা ইউনিয়নের চর-দৌলতপুর থেকে ইতনা বাজারের দিকে আসছিল। পথিমধ্যে ইতনা কাজী অফিস এলাকার মোড়ে পৌঁছালে দ্রুতগতিতে থাকা ট্রলিটির চালক ব্রেক করলে রিয়াজুল ছিটকে পড়ে যায়। এতে রাস্তার পাশে থাকা দেয়ালে ধাক্কা লেগে সে গুরুতর আহত হয়। পরে স্থানীয় ও স্বজনরা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে যশোর ২৫০ শয্যা হাসপাতালে নেয়ার পথে অভনগর এলাকায় পৌঁছালে রাত ১১টার দিকে সে মারা যায়।
এ ঘটনায় মৃত কিশোরের পরিবারের সদস্যদের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই অভয়নগর থানা পুলিশ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করেছে বকে পুলিশ জানায়।
খুলনা গেজেট/ টিএ