ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের লাইন সম্পাদক আল আমিনের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে খুলনা মহানগরীর নতুন রাস্তা মোড়ে তিন ঘন্টা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শ্রমিকরা। একইসঙ্গে তিন ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করছেন তারা।
সোমবার (২৮ মার্চ) দুপুর ১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত তিনঘন্টা জ্বালানী তেল সরবরহ না করে নগরীর নতুন রাস্তা এলাকায় রাস্তায় ট্যাংকলরী রেখে সড়ক অবরোধ ও ধর্মঘট কর্মসূচি পালন করে। ধর্মঘট চলাকালে শ্রমিকরা রাস্তায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
খুলনা বিভাগীয় ট্যাংকলরী শ্রমিক ইউনিয়নের সভাপতি মীর মোকসেদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার দুপুর পৌনে ১২ টার দিকে কাশিপুর বাংলার মোড়ে ৭/৮ জন সন্ত্রাসী হামলা চালিয়ে আল আমিনকে গুরুতর জখম করে। তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার শারিরীক অবস্থাগুরুতর। এ ঘটনার প্রতিবাদে শ্রমিকরা যে যেখানে ছিল সেখানে গাড়ি রেখে প্রতিবাদ শুরু করেন। নগরীর নতুন রাস্তা মোড়ে দুপুর ১ টা থেকে শ্রমিকরা সড়ক অবরোধ করে। প্রশাসনের আশ্বাসে বিকাল ৪টায় সড়ক অবরোধ তুলে নেওয়া হয়।
তিনি আরও বলেন, পদ্মা-মেঘনা-যমুনা ডিপো থেকে তেল উত্তোলন বন্ধ রয়েছে। সন্ত্রাসীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় না আনা হলে আগামীকাল সকাল থেকে অনির্দিষ্টাকালের জন্য তে উত্তোলণ, পরিবহন বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করা হবে।
এদিকে ঘটনার প্রতিবাদে শ্রমিকরা সমাবেশ করেছে।
সমাবেশে বক্তারা বলেন, অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করা না হলে অনির্দিষ্টকালের জন্য ট্যাংকলরী ধর্মঘট চলবে। শ্রমিকদের ধর্মঘটের ফলে খুলনা ১০ ও বৃহত্তর ফরিদপুরের ৫ জেলায় তৈল সরবরহ বন্ধ রয়েছে।
এ বিষয়ে খালিশপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামাল হোসেন বলেন, ট্যাংলরী শ্রমিক নেতা আল আমিনের উপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িতদের আটকের চেষ্টা চলছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
খুলনা গেজেট/ এস আই