খুলনা জেলা বিএনপি বুধবার (২৬ মে) এক বিবৃতিতে জানিয়েছে, বিশ্বখ্যাত ম্যানগ্রোভ ফরেস্ট সুন্দরবন ঘেঁষা দেশের উপকূলীয় এলাকায় সংস্কারের অভাবে বেড়িবাঁধের নাজুক অবস্থা। একেরপর এক প্রাকৃতিক দুর্যোগে বিধ্বস্ত হলেও টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা হয়নি। ফলে ঘূর্ণিঝড় ‘ইয়াস’ হিংস্র রূপে বাংলাদেশের উপকূলে আঘাত না হানলেও অতিরিক্ত জোয়ারের চাপে ভঙ্গুর বেড়িবাঁধ ভেঙে ও উপচে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।
ক্ষতিগ্রস্ত হয়েছে বিশাল জনগোষ্ঠি। মহামারী করোনা পরিস্থিতির মধ্যে ঘূর্ণিঝড় ‘ইয়াস’র জলোচ্ছ্বাসের ফলে বহু মানুষ গৃহহীন হয়ে পড়তে পারে। তাই সরকারের প্রতি টেকসই বেড়িবাঁধ নির্মাণের আহবান জানিয়েছেন খুলনা জেলা বিএনপির নেতৃবৃন্দ।
ঘূর্ণিঝড় ‘ইয়াস’ থেকে বাংলাদেশের উপকূলকে রক্ষা করায় মহান সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করেন নেতৃবৃন্দরা। বিবৃতিতে দলীয় নেতাকর্মীদের অসহায় উপকূলবাসীর পাশে দাড়িয়ে সহযোগিতার আহবান জানান তারা।
বিবৃতিদাতারা হলেন জেলা বিএনপি’র সভাপতি এ্যাড. এসএম শফিকুল আলম মনা, সাধারণ সম্পাদক আমীর এজাজ খান, সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক ডাঃ গাজী আবদুল হক, গাজী তাফছির আহম্মেদ, মনিরুজ্জামান মন্টু, শেখ আব্দুর রশিদ, মোল্লা খায়রুল ইসলাম, এ্যাড. শরিফুল ইসলাম জোয়াদ্দার খোকন, এ্যাড. মাসুম আল রশিদ, শেখ আবু হোসেন বাবু, জিএম কামরুজামান টুকু, কেএম আশরাফুল আলম নান্নু, এ্যাড. এ কে এম শহিদুল আলম, এ্যাড. তছলিমা খাতুন ছন্দা ও শেখ শামছুল আলম পিন্টু প্রমুখ। সূত্র প্রেস বিজ্ঞপ্তি।
খুলনা গেজেট/ এস আই