খুলনা, বাংলাদেশ | ২৫শে আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ | ৯ই জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

Breaking News

  গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৩ জনের মৃত্যু, হাসপাতালে ৪২৫
৩৬ ঘন্টায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

টানা বৃষ্টিতে বিপর্যস্ত খুলনার জনজীবন

আয়শা আক্তার জ্যোতি

আমরা খেটে খাই। পেটের টানে রোদ-বৃষ্টিতে কিছু হয় না। সকাল থেকে বৃষ্টি হচ্ছে। যখন অনেক বৃষ্টি হয়, তখন ছাতায়ও মানে না। বৃষ্টিতে কাজ ছাড়া মানুষ তেমন বের হয় না। যে দুই-চার জন বের হয়, বৃষ্টিতে ভিজে তাদেরকে গন্তব্যে পৌঁছে দিয়ে দশ টাকা বেশি চাই। কেউ দেয়, কেউ দেয় না। জ্বর হলে ওষুধ খাই, পরের দিন সকালে আবার রিকশা নিয়ে কাজে বেরিয়ে যাই। এইভাবে দিন চলে যাচ্ছে। মঙ্গলবার (৮ জুলাই) এমনভাবেই খুলনা গেজেটের এ প্রতিবেদককে কথাগুলো বলছিলেন নগরীর শিববাড়ি গোবরচাকা এলাকার রিকশা চালক রনি।

খুলনায় শুক্রবার থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। প্রধান সড়ক থেকে শুরু করে অলি-গলি সবখানেই পানি জমে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন সাধারণ মানুষ। বিশেষ করে কর্মজীবী ও নিম্নআয়ের মানুষেরা।

মঙ্গলবার (৮ জুলাই) ভোর থেকে থেকে বিকাল পর্যন্ত কখনও ভারি, কখনও হালকা বৃষ্টি হয়। গেল ৩৬ ঘন্টায় খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর। এতেই তলিয়েছে নিন্মাঞ্চল ও রাস্তা-ঘাট।

সরেজমিন ঘুরে দেখা গেছে, রয়েলের মোড়, শীববাড়ি, সোনাডাঙ্গা, খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মেইন রাস্তাসহ বিভিন্ন এলাকার রাস্তায় পানি জমেছে। এছাড়াও নগরীর টুটপাড়া, মিস্ত্রিপাড়া, আহসান আহমেদ রোডসহ বিভিন্ন সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়। রাস্তায় পানি উঠে যাওয়ায় ভোগান্তিতে পড়েন পথচারীসহ সাধারণ মানুষ। যানবাহন চলাচলেও ভোগান্তিতে পড়তে হয়। অনেক সড়কে জলাবদ্ধতার কারণে কিছুক্ষণের জন্য যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

নর্দান ইউনিভার্সিটি শিক্ষার্থী ফারজানা মিম বলেন, এ বৃহস্পতিবার বাড়িতে গিয়েছিলাম। বৃষ্টির জন্য আসতে পারছিলাম না। ক্লাস থাকায় আজকে আসতেই হলো। আর এই আবহাওয়ায় নদী পার হয়ে এসে দেখি রাস্তায় ময়লা পানি। পিটিআই মোড় থেকে রয়েলের মোড় পর্যন্ত খুবই খারাপ অবস্থা, সাথে ইজিবাইকে ভাড়া বেশি দিয়ে আসতে হলো। সবমিলিয়ে বিরক্তিকর একটা অবস্থা।

বৃষ্টিতে তলিয়েছে নগরীর মুজগুন্নী মহাসড়ক…ছবি : এমএ সাদী।

রূপসা থেকে বয়রা যাওয়া ইজিবাইক চালক রাজ্জাক বলেন, বিদেশ থেকে ফিরে এসে এখন অটো চালায়। চার জনের পরিবার আমার। সারাদিন অটো চালিয়ে যে কয় টাকা হয়, তাতে কোনো রকমে দুই মেয়ের পড়ার খরচ ও সংসার চালাতে হয়। বৃষ্টির কারণে খুব দরকার না হলে যাত্রীরা বের হচ্ছে না। যাত্রী না আসায় আয় কম হচ্ছে, দিনশেষে সংসার চালাতে কষ্ট হয়ে যাচ্ছে।

খুলনার পাইওনিয়ার কলেজে পরীক্ষা দিতে আসা বিএল কলেজের রসায়ন বিভাগের শিক্ষার্থী শিমুল কুমার বলেন, সারাদিন বৃষ্টি, আসতে আসতে একটু ভিজেও গেছি। তারপর রাস্তায় কিছু কিছু জায়গায় কাজ করছে, যার জন্য গাড়িও ঠিক মতো সামনে যেতে পারছে না। রাস্তায় পানি জমে থাকার কারণে সমস্যা বেশি হচ্ছে।

খুলনা আবহাওয়া অফিসের ইনচার্জ মো. মিজানুর রহমান বলেন, বঙ্গোপসাগরে লঘুচাপের কারণে ভারী বর্ষণ হচ্ছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত গত ৩৬ ঘন্টায় খুলনায় ৮৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!