খুলনা, বাংলাদেশ | ৭ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২১ মে, ২০২৪

Breaking News

  ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির মৃত্যুতে বাংলাদেশে একদিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা
  দুদিনের সফরে ঢাকায় পৌঁছেছেন অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

ঝিনাইদহের কালীগঞ্জে মাদ্রাসা ছাত্রদের দিয়ে বাথরুম পরিস্কার!

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার মাদরাসাতুস সুন্নাহ আল ইসলামিয়া কমপ্লেক্সে ছাত্রদের দিয়ে বাথরুম পরিষ্কার করানোর অভিযোগ উঠেছে। এঘটনার পর থেকে শিক্ষার্থীদের খাওয়া-দাওয়া বন্ধ হয়ে যায় এবং কয়েকজনের জ্বর আসে।

গত বৃহস্পতিবার দুপুরে ওই মাদ্রাসার ছাত্র আল মাহমুদের মা রেশমা লস্কার বাদী হয়ে কালীগঞ্জ থানায় একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগে তিনি উল্লেখ করেন, গত ১৮ আগস্ট রাত আনুমানিক ৯ টার দিকে জোরপূর্বক মাদ্রাসার বাথরুমের হাউজ (সেফটি ট্যাঙ্ক) পরিষ্কার করায়।

একপর্যায়ে মাদ্রাসা প্রধান শিক্ষার্থীদের ছুটি দিয়ে বাড়িতে পাঠিয়ে দেন এবং উক্ত ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেন। ঘটনার পরদিন একপর্যায়ে শিক্ষার্থীদের অভিভাবকরা বিষয়টি নিয়ে মাদ্রাসা কর্তৃপক্ষকে জানালে এক ছাত্রের অভিভাবককে গলা ধাক্কা দিয়ে বের করে দেন শামীম নামের স্থানীয় এক যুবক।

অভিযোগে তিনি আরো উল্লেখ করেন, বাথরুমের সেফটি ট্যাঙ্ক পরিষ্কারের জন্য মাদ্রাসা সুপার ইলিয়াস হোসেন, শিক্ষক ইমরান হোসেন ও অমিত ছাত্রদের মাদ্রাসার ছাত্র ইমন, লাবিব, সিয়াম, তামিম, আল মাহমুদসহ প্রায় আরও ৫ জনকে দিয়ে এই কাজ করান। তিনি এই ঘটনার তদন্তপূর্বক আইনগত ব্যবস্থার নেবার দাবি জানান।

কালীগঞ্জ থানার অফিসার ইনর্চাজ (ওসি) মুহাম্মদ মাহফুজুর রহমান মিয়া বলেন, এঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এআইএন




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!