খুলনা, বাংলাদেশ | ৪ অগ্রহায়ণ, ১৪৩১ | ১৯ নভেম্বর, ২০২৪

Breaking News

  রাজধানীর উত্তরা থেকে সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম গ্রেপ্তার
  ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৮৩
  ১৬ ডিসেম্বর ঘিরে কোনো ধরণের হামলার শঙ্কা নেই : স্বরাষ্ট্র উপদেষ্টা

ঝিকরগাছায় বিএনপি নেত্রী সাবিরা মুন্নীসহ চারজনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেত্রী সাবিরা নাজমুল মুন্নীসহ চারজনের বিরুদ্ধে জমি দখল, ফসল চুরি ও মারপিটের অভিযোগে যশোর আদালতে মামলা হয়েছে। বৃহস্পতিবার ঝিকরগাছার মোবারকপুর নিমতলা গ্রামের আব্দুল করিমের ছেলে রিপন হোসেন বাদী হয়ে এ মামলা করেছেন। জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সালমান আহমেদ শুভ অভিযোগের তদন্ত করে ঝিকরগাছা থানার ওসিকে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন।

মামলার অন্য অভিযুক্তরা হলেন, উপজেলার কীর্ত্তিপুর গ্রামের মৃত ইউসুফ মিয়ার ছেলে এমদাদুল হক ও হোসেন মেম্বারের দুই ছেলে কল্লোল এবং কাকন।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৪ জুলাই রিপন হোসেনের বোন আরিফা সুলতানা কীর্ত্তিপুর মৌজার ১৪ দশমিক ৯৮ শতক জমি কেনেন। এরপর থেকে ওই জমির ভোগদখল ও চাষাবাদ করে আছেন তার ভাই রিপন হোসেন। জমি কেনার পর থেকে আসামিরা এ জমি দখলের ষড়যন্ত্র শুরু করে। ২০ ডিসেম্বর সকালে আসামিরা জমিতে যেয়ে তার রোপণকৃত ফসল তুলতে থাকে। এ সংবাদ পেয়ে রিপন ও তার পরিবারের লোকজন জমিতে গিয়ে দেখেন আসামিরা ফসল তুলছে। এতে বাধা দিলে আসামিরা তাদের মারপিট করে। এরপর গরুর গাড়িতে করে ফসল নিয়ে যাওয়ার সময় তারা রিপন হোসেনকে খুন জখমের হুমকি দেয়।

খুলনা গেজেট/ এসজেড

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!