যশোরের ঝিকরগাছায় বঙ্গবন্ধু বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ) এর সহযোগীতায় ও ঝিকরগাছার প্রচেষ্টা সমাজ উন্নয়ন সংস্থা (পিএসডিও’র) বাস্তবায়নে গরীব মেধাবী শিক্ষার্থীদেরকে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে।
শুক্রবার বিকেলে পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষাবৃত্তি প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-২ আসনের এমপি মেজর জেনারেল (অবঃ) ডাঃ নাসির উদ্দিন। প্রচেষ্টা সমাজ উন্নয়ন সংস্থার সহ-সভাপতি অধ্যক্ষ শাহানুর কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিকরগাছা উপজেলা চেয়ারম্যান মনিরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আরাফাত রহমান, মহিলা ভাইস-চেয়ারম্যান লুবনা তাক্ষী ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ এস এম জিল্লুর রশীদ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিকরগাছা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা পর্ষদের সাবেক সভাপতি ইঞ্জিনিয়র আব্দুর রব, প্রধান শিক্ষক আহসান উদ্দিন, পিএসডিও’র পরিচালক নুরুল আমীন মুকুল, সহকারী শিক্ষক জামাল উদ্দিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি শাহিদ হাসান শামিম, সাধারণ সম্পাদক ইকবাল আহম্মেদ, প্রধান শিক্ষক আজগর আলী প্রমূখ। এদিন ৩২ জন মেধাবী গরীব শিক্ষার্থীকে নগদ ৫ হাজার টাকা ও এক হাজার টাকা সমপরিমাণ বই, খাতা, কলম প্রদান করা হয়েছে বলে পিএসডিও’র পরিচালক নুরুল আমীন মুকুল জানিয়েছেন।
খুলনা গেজেট/এনএম