যশোর ঝিকরগাছা উপজেলার কিত্তিপুর গ্রামে ধানের ক্ষেত থেকে আয়না খাতুন নামে এক বৃদ্ধার লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার সকালে উপজেলার কিত্তিপুর মজ্জেল হোসেনের ধান ক্ষেত থেকে এ লাশ উদ্ধার হয়। আয়না খাতুন ঝিকরগাছার কালী মন্দির এলাকার মৃত বিল্লাল হোসেনের স্ত্রী ও মৃত মোসলেম আলীর মেয়ে।
স্থানীয়রা জানায়, আয়না খাতুন মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি প্রায়ই বাড়ির পাশে পাগল বেশে ঘুরে বেড়াতেন। শুক্রবার রাত নয়টার দিকে আয়না খাতুনকে কালীমন্দিরের পাশে ঘুরে বেড়াতে দেখা যায়। এরপর থেকে তার আর খোঁজ পাওয়া যায়নি। পরদিন সকালে মাঠে তার মরদেহ দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। এরপর ঝিকরগাছা থানা পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে। এদিকে, ঘটনার পর পুলিশের একাধিক টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে ঝিকরগাছা থানার ওসি সুমন ভক্ত বলেন, মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। যেহেতু তিনিমানসিক ভারসাম্যহীন ছিলেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি হাটছিলেন এমন সময় ওই ধান ক্ষেতে পড়ে যান। প্রচন্ড শীতে স্টোক জনিতকারণে তার মৃত্যু হতে পারে। তবে এখন কিছু বলা যাচ্ছে না। ময়নাতদন্ত রিপোর্টের পর বিস্তারিত বলা যাবে।
খুলনা গেজেট/ এসজেড