যশোর-বেনাপোল মহাসড়কের ঝিকরগাছা লাউজানী রেলক্রসিং যানবাহন চলাচলে মরণফাঁদে পরিণত হয়েছে। হরহামেশায় প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা। দ্রুত সড়কটি সংস্কারের দাবি তুলেছেন এলাকাবাসী।
সরেজমিনে দেখা যায়, যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে ঢাকা-বেনাপোল, ঢাকা-সাতক্ষীরা, খুলনা-বেনাপোল যাত্রী-মালবাহী বাস, ট্রাকসহ নিত্যপ্রয়োজনীয় হাজার হাজার যানবাহন প্রতিদিন চলাচল করে।
বেশ কয়েক বছর পূর্বে এই মহাসড়কটি সংস্কার করা হলেও সেটা আবারও মরণফাঁদে পরিণত হয়েছে বিশেষ করে ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানীর বিপজ্জনক রেলক্রসিং এলাকা।
যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশেই বিভিন্ন স্থানে বিটুমিনের কার্পেটিং উঠে ও বসে গিয়ে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কের বেশি নাজুক ওই অংশটুকু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসগুলো প্রায় দূর্ঘটনার সম্মুখিন হচ্ছে।
বর্তমানে সড়কটির পুলেরহাটের কিছু অংশ ও লাউজানী রেলক্রসিং এলাকা যান চলাচলে অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা রবিউল ইসলাম বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের উপর দিয়ে রেললাইন পার হতে গিয়ে এখানে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এই স্থানটি খুবই দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিতি পেয়েছে। প্রায় সময় ছোট-খাটো দুর্ঘটনার খবর পাওয়া যায়। এছাড়াও শুকনোর সময় আমরা বাড়িতে ভাত খেতে বসলে দ্রুতগামী গাড়ীর ধুলাবালি বোঝায় হয়ে যায়। আমরা অতিদ্রুত সড়কটি সংস্কারের জোর দাবি করছি।
বেনাপোল বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রাকের চালক আব্দুর রহিম বলেন, এই সড়কের উপর দিয়ে ট্রাক নিয়ে চলাচলের ফলে নষ্ট হচ্ছে ট্রাকের যন্ত্রপাতি। তা ছাড়া ট্রাক চালানোর সময় মনের মধ্যে সর্বদা ভয় বিরাজ করতে হয় কখন না জানি গাড়ি পাল্টি খায়। রাস্তাজুড়ে খানাখন্দ। চলাচলে খুবই সমস্যা হচ্ছে। কয়েক দিন আগে রাস্তার মধ্যে ৪০ হাজার টাকা দামের একটি টায়ার ফেটে যায়। গাড়ির স্টিয়ারিং ভেঙে যাচ্ছে। ঝাঁকুনিতে গিয়ার-বক্সের যন্ত্রপাতি খুলে যাচ্ছে। দ্রুত রাস্তা ঠিক না করলে গাড়ি চালানো হয়তো বন্ধ করে দিতে হবে।
সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের যাত্রী আলমগীর হোসেন আলম বলেন, কিছু দিন পূর্বে যখন রাস্তা ঠিক হচ্ছিল তখন মনে করছিলাম। হয়তো আমাদের চলাচল করতে সমস্যা হবে না। এখন সব ঠিক হলেও লাউজানী রেলক্রসিং ও পুলেরহাট বাজারের রাস্তা উঁচু-নিচু গর্তে ভর্তি।
লাউজানী মল্লিকপুর এলাকার বাসিন্দা ঝিকরগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম বলেন, রাস্তা মানুষের চলাচলের জন্য কিন্তু যশোর-বেনাপোল মহাসড়কের লাউজানী রেলক্রসিং ও পুলেরহাট বাজারের বেহাল দশা থেকে অতিদ্রুত মুক্তি পেতে মহাসড়কটি সংস্কারের বিকল্প নেই। এছাড়াও রাস্তার স্পিড ব্রেকারগুলো রং করা জরুরি তাহলে দূর থেকে গাড়ি চালকের নজরে পড়বে।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার বলেন, রাস্তা ভাঙ্গার বিষয়ে জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরকে অবগত করা হয়েছে। দ্রুত সংস্কারের ব্যবস্থা গ্রহণ করা হবে।
খুলনা গেজেট/এনএম