যশোরের ঝিকরগাছায় ট্রেনের ধাক্কায় ওয়াশিফ (১৫) নামের এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঝিকরগাছা কাউরিয়া রেলক্রসিং নামক স্থানে এ দুর্ঘটনাটি ঘটে।
ওয়াসিফ উপজেলার কাউরিয়া গ্রামের মিজানুর রহমানের ছেলে ও বেজিয়াতলা আলিম মাদ্রাসার অষ্টম শ্রেণীর শিক্ষার্থী।
প্রত্যক্ষদর্শীরা জানান, অসতর্কতা বশত চলন্ত ট্রেনের কাছাকাছি চলে আসলে ট্রেনের প্রচন্ড ধাক্কায় পাশে ছিটকে পড়ে। আহত অবস্থায় স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেন।
খুলনা গেজেট/এনএম