খুলনা-২ আসনের সংসদ সদস্য সেখ সালাহ উদ্দিন জুয়েল, তাঁর সহধর্মিনী শাহানা ইয়াসমিন শম্পা ও কনিষ্ঠ পুত্র সেখ ফারজান নাসের আশু রোগমুক্তি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা সদর থানার পক্ষ থেকে আজ শুক্রবার বেলা ১১টায় খুলনা জোড়া শিব মন্দির প্রাঙ্গণে এক প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
সভাপতি বিকাশ কুমার সাহার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিপ্লব সাহা লবের সঞ্চালনায় প্রার্থনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, খুলনা মহানগর শাখার সভাপতি শ্যামল হালদার।
বিশেষ অতিথি ছিলেন মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক প্রশান্ত কুমার সাবেক সভাপতি গোপী কিষাণ মুন্ধড়া, সাবেক সাধারণ সম্পাদক প্রকৌশলী পরিমল দাস, বিশিষ্ট ধর্মানুরাগী সমাজসেবক গৌতম লস্কর, অঞ্জন দে, কোষাধ্যক্ষ রতন কুমার নাথ, বাংলাদেশ যুব ঐক্য পরিষদ খুলনা মহানগর সভাপতি বিশ্বজিৎ দে মিঠু, সোনাডাঙ্গা থানার সভাপতি বিপ্লব মিত্র।
আরও উপস্থিত ছিলেন স্বপন সরকার, দেবীপ্রসাদ ঘোষ, শরৎ কুমার মুন্ধড়া, উজ্জ্বল ব্যানার্জী, ভবেশ সাহা, স্বপন চক্রবর্ত্তী, সুজিত মজুমদার, অমিত কর্মকার, মাণিক শীল, রাজকুমার শীল, পাপ্পু সরকার, শুভাগত দত্ত, অলোক দে, নীলকান্ত দত্ত, সাগর বিশ্বাস, রূপম দে, সুশান্ত ব্যানার্জী, বাবু শীল, মুকেশ রাম, সুরেশ রাম, সুরেশ আগরওয়ালা প্রমুখ।
প্রার্থনা পরিচালনা করেন বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ খুলনা মহানগর সাধারণ সম্পাদক ও রূপসা মহাশ্মশান ও শ্মশান কালী মন্দিরের প্রধান পুরোহিত সুরেশ চক্রবর্ত্তী।
খুলনা গেজেট/এমএইচবি