খুলনা, বাংলাদেশ | ১১ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৬ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

জোড়াগেটে কেসিসি’র ব্যবস্থাপনায় কোরবানির পশুর হাট ২২ জুন থেকে

 নিজস্ব প্রতি‌বেদক

পবিত্র ঈদ-উল-আযহা উপলক্ষে খুলনা সিটি কর্পোরেশনের জোড়াগেট কোরবানির পশুর হাট-২০২৩ সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ মঙ্গলবার বেলা ১১টায় নগর ভবনের শহীদ আলতাফ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) লস্কার তাজুল ইসলাম। সভার শুরুতে কেসিসি’র নবনির্বাচিত মেয়র তালুকদার আব্দুল খালেকসহ নবনির্বাচিত কাউলিন্সর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে অভিনন্দন জানানো হয়।

সভায় নগরীর জোড়াগেট এলাকায় কেসিসি’র ব্যবস্থাপনায় আগামী ২২ জুন থেকে বিরতিহীনভাবে ঈদ-উল-আযহার দিন সকাল পর্যন্ত কোরবানির পশুর হাট পরিচালিনার সিদ্ধান্ত গৃহীত হয়। হাটটি সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আমিনুল ইসলাম মুন্না’কে আহবায়ক এবং সকল কাউন্সিলর ও সংরক্ষিত আসনের কাউন্সিলরগণকে সদস্য করে পশুর হাট পরিচালনা কমিটি গঠন করা হয়। প্রশাসনের সহায়তায় কোরবানির পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, হাটে আগত ক্রেতা-বিক্রেতাদের চিকিৎসার ব্যবস্থা রাখা, জাল টাকা সনাক্তকরণের ব্যবস্থা রাখা, নিরববিছিন্ন বিদ্যুৎ ব্যবস্থা চালু রাখাসহ পশুর হাটে পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করার সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া মহানগরী এলাকায় অবৈধ পশুর হাট বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের সুপারিশ করা হয়।

কেসিসি’র মেয়র প্যানেলের সদস্য মোঃ আলী আকবর টিপু ও এ্যাড. মেমোরী সুফিয়া রহমান শুনু, কাউন্সিলর শেখ মোহাম্মদ আলী, মোঃ গোলাম মওলা শানু, এসএম মোজাফ্ফর রশিদী রেজা, এমডি মাহফুজুর রহমান লিটন, মোঃ হাফিজুর রহমান মনি, মোঃ আরিফ হোসেন মিঠু, সংরক্ষিত আসনের কাউন্সিলর মনিরা আক্তার, সাহিদা বেগম, কনিকা সাহা, মাহমুদা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা সানজিদা বেগম, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল আফরোজ স্বর্ণা, কেএমপির এডিসি (নর্থ) মোঃ মোসফেকুর রহমান, কেসিসি’র তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আব্দুল আজিজ, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) জাহিদ হোসেন শেখ, বাজেট কাম একাউন্টস অফিসার মোঃ মনিরুজ্জামান, কঞ্জারভেন্সি অফিসার মোঃ আনিসুর রহমান, নির্বাহী প্রকৌশলী শেখ মোহাম্মাদ মাসুদ করিম, স্বাস্থ্য কর্মকর্তা ডা. শরীফ শাম্মীউল ইসলাম, রাজস্ব কর্মকর্তা মোঃ অহিদুজ্জামান খান, এস্টেট অফিসার নূরুজ্জামান তালুকদার, খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মুনীর উল গীয়াস প্রমুখ সভায় উপস্থিত ছিলেন। সভা পরিচালনা করেন কেসিসি’র সচিব মোঃ আজমুল হক।
খুলনা গেজেট/এসজেড




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!