বেগম খালেদা জিয়ার মুক্তিসহ ১০ দফা দাবি আদায় এবং মামলায় নির্বিচারে গ্রেপ্তার, মিথ্যা মামলা ও পুলিশি হয়রানির প্রতিবাদে আগামী ১৯ মে থেকে দেশের ৬৪ জেলা ও মহানগরে নয় দিনব্যাপী ধারাবাহিক সমাবেশের ডাক দিয়েছে বিএনপি।
শনিবার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সামনে এক বিক্ষোভ সমাবেশ বক্তব্যকালে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কর্মসূচি ঘোষণা করেন।
ঢাকা মহানগর উত্তর বিএনপি আহ্বায়ক আমানউল্লাহ আমানের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত আছেন বিএনপির স্থায়ী কমিটি সদস্য, সিনিয়র সদস্য ও অঙ্গ সংগঠন নেতারা।
ঘোষিত কর্মসূচি অনুযায়ী আগামী ১৯ মে ঢাকা মহানগর উত্তরসহ ২৮ জেলায় ও মহানগরে প্রতিবাদ সমাবেশ। ২০ মে ঢাকা মহানগর দক্ষিণসহ ২১ জেলা ও মহানগর, ২৬ মে ঢাকা উত্তরসহ ২০ জেলা ও মহানগর, ২৭ মে ঢাকা দক্ষিণসহ ১৫ জেলা ও মহানগরে শান্তিপূর্ণ সমাবেশ।
এদিন দুপুর ২টায় সমাবেশ ও মিছিল শুরুর কথা থাকলেও বেলা ১টার পর থেকে নয়াপল্টনে জড়ো হতে থাকেন নেতাকর্মীরা। রাজধানীর বিভিন্ন ইউনিটের ছোট ছোট মিছিল আসতে থাকে। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে নয়াপল্টন।
সমাবেশ সঞ্চালনা করেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব আমিনুল হক ও দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু।
সমাবেশকে কেন্দ্র করে নয়াপল্টন এলাকায় অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
খুলনা গেজেট/ এসজেড