খুলনা জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা এড. এম এম মুজিবর রহমান চেয়ারম্যান পদে নির্বাচনের জন্য দলীয় মনোনয়ন চাইবেন। ইতিমধ্যেই তিনিও সমর্থক সৃষ্টি করেছেন। নির্বাচনের খানিকটা প্রস্তুতিও নিয়েছেন। তবে মনোনয়ন ও নির্বাচনের ক্ষেত্রে তিনি দলীয় সিদ্ধান্তকে প্রাধান্য দেবেন।
তপশীল ঘোষণা করার পর আওয়ামী লীগ এর বলয়ে নির্বাচনী তৎপরতা শুরু হয়েছে। প্রার্থীদের মধ্যে দুই একজন ঢাকায় অবস্থান করছেন। আগামী মাসে দল প্রার্থীদের কাছ থেকে মনোয়নের জন্য আবেদন আহ্বান করবে। প্রার্থীদের তালিকায় তিনি সম্পৃক্ত হয়েছেন। বলেছেন, দীর্ঘদিন বাঙালি জাতীয়তাবাদী দর্শণে বিশ্বাসীদের সাথে মিলে আওয়ামী লীগকে শক্তিশালী করার চেষ্টা করেছেন। ১৯৯১ সাল পরবর্তী ঘাতক দালাল নির্মূল জাতীয় সমন্বয় কমিটির জেলা সদস্য সচিব ছিলেন। এ সময়ে ছাত্র শিবির কর্মী আমিনুল ইসলাম বিমান হত্যা মামলায় আসামী হন। এছাড়া দু’দফা জেলা আইনজীবী সমিতির সভাপতি, বার কাউন্সিলের সদস্য, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের জেলা কমান্ডার হিসেবে ১১ বছর দায়িত্ব পালন করেছেন। লন্ডন ভিত্তিক আইপিপিএফ এর সাউথ ইস্ট এশিয়ার আঞ্চলিক কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন। জেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে প্রতিদ্বন্দিতার প্রত্যাশা ব্যক্ত করেছেন। দলীয় সিদ্ধান্তকেই তিনি প্রাধান্য দেবেন। এ প্রসঙ্গে বলেন, স্বচ্ছতার সাথে সাধ্যমত জনগণের সেবা করার জন্যই তার এ নির্বাচনে অংশগ্রহণ।
আগামী ১৭ অক্টোবর খুলনা জেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি তৃতীয় দফার নির্বাচন।