২০২১-২০২২ করবর্ষে খুলনা জেলার দ্বিতীয় সর্বোচ্চ আয়কর প্রদানকারী করদাতার সম্মাননা পেয়েছেন দিঘলিয়া উপজেলার ব্রক্ষগাতী গ্রামের হাসনা হেনা লিজা।
জাতীয় উন্নয়নে এই অবদানের স্বীকৃতিস্বরূপ বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১ টায় খুলনা সরকারি মহিলা কলেজ অডিটোরিয়ামে হাসনা হেনা লিজাসহ অন্যান্য সেরা করদাতাদের সম্মাননা জ্ঞাপন, সনদপত্র ও ক্রেস্ট প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.মিহির রঞ্জন হালদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কর আপীলাত ট্রাইব্যুনাল, খুলনা বেঞ্চের সদস্য শফিকুল ইসলাম আকন্দ, খুলনা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর টি এম জাকির হোসেন, কর আপীল খুলনা অঞ্চল’র কর কমিশনার আ, স, ম ওয়াহিদুজ্জামান, খুলনা কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনার মুহন্মদ জাকির হোসেন, খুলনা চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ঊর্ধ্বতন সহ-সভাপতি শরীফ আতিয়ার রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কর অঞ্চল খুলনা’র কর কমিশনার মোঃ সিরাজুল করিম।
প্রসঙ্গতঃ খুলনা জেলার দ্বিতীয় সর্বোচ্চ করদাতা হাসনা হেনা লিজা একজন ১ম শ্রেণির ঠিকাদার এবং মেসার্স রেনজি কনস্ট্রাকশন’র প্রোপাইটার। তিনি ব্রক্ষগাতী গ্রামের সজল খানের স্ত্রী।