খুলনার বাইতি পাড়া এলাকায় বসবাসরত এক নওমুসলিম দম্পতি জীবনের নিরাপত্তা নিয়ে চরম শঙ্কায় রয়েছেন। বিষয়টি নিয়ে সদর থানায় সাধারণ ডায়েরী, পরবর্তীতে আদালতে মামলা করেও সুফল মেলেনি। বরং বেড়েছে হুমকি-ধামকিসহ নানাভাবে হেনস্তা। পূর্বের ধর্মে ফিরে না আসলে প্রাণে মেরে ফেলার হুমকিও অব্যাহত রয়েছে। মিথ্যা মামলা দিয়ে হয়রানি, এমনকি মিথ্যা কথা বলে ডেকে নিয়ে মারধরসহ আটকিয়ে রাখার ঘটনাও ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নওমুসলিম অপু শেখ এ প্রতিবেদককে জানান, তিনি জেনে বুঝে সুস্থ মস্তিস্কে ইসলাম ধর্মের প্রতি বিশ্বাস স্থাপন করে ২০১৯ সালের ১৫ এপ্রিল নোটারী পাবলিকের মাধ্যমে এ্যাফিডেভিট করে ইসলাম ধর্ম গ্রহণ করেন। ইসলাম ধর্ম গ্রহণের আগে তার নাম ছিল অপু দাস। তিনি ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের বাঘৈর ঋষিপাড়ার লক্ষণ দাসের পুত্র। ইসলাম ধর্ম গ্রহণের পর তার নাম পরিবর্তন করে অপু শেখ রাখা হয়। পরে ২০২১ সালের ২১ অক্টোবর আদালতের মাধ্যমে নাম পরিবর্তন ও সংশোধনের এ্যাফিডেভিট করেন। তিনি দীর্ঘদিন যাবৎ খুলনা নগরীতে বসবাস করছেন। নগরীর ছোট মির্জাপুরস্থ একটি প্রিন্টিং প্রেস`র গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কর্মরত রয়েছেন। খুলনার একটি মুসলিম মেয়েকে বিবাহ করে জীবনযাপন করছেন।
তিনি অভিযোগ করে বলেন, ইসলাম ধর্ম গ্রহণের পর থেকে তার পরিবার হুমকি-ধামকি, ভয়ভীতি দেখিয়ে আসছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে। এছাড়া খুলনার স্থানীয় ভাড়াটে সন্ত্রাসী দিয়েও হেনেস্তা করছে। প্রাণনাশের হুমকিও দেয়া হচ্ছে তাকে।
ইসলাম ধর্ম গ্রহণের পরে অর্থ আত্মসাৎ, চুরি ও মারধরের অভিযোগ এনে তার নামে মিথ্যা মামলাও দায়ের করেন। ওই মামলায় অপু শেখ গ্রেপ্তার হয়। পরে জামিনে বের হন তিনি এবং তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ মিথ্যা প্রমাণিত হওয়ায় আদালত মামলা খারিজ করে দেয়।
অপু শেখ আরও জানান, ২০২০ সালে তাকে তুলে নিয়ে মারধর করে। এ ঘটনায় তিনি বাবুল, শুভসহ তার পিতা-মাতার নামে খুলনা সদর থানায় জিডি করেন। জিডি নং ১৩৭৭, তারিখ: ২৯/০৭/২০২০। জিডি পরবর্তী মামলাও হয়, তবে মামলায় অভিযুক্তরা অব্যাহতি পেয়ে পুনরায় হুমকি-ধামকি অব্যাহত রাখে ও নানাভাবে হেনেস্তা করছে।
সর্বশেষ চলতি বছরের ১৩ সেপ্টেম্বর ‘তার পিতা অসুস্থ, তাকে ( অপুকে) একবারের মত দেখতে চাচ্ছে’ বলে খুলনায় তার মা এসে সাথে করে ঢাকায় পিতার বাড়িতে নিয়ে যান। সেখানে তাকে আটকিয়ে রাখে এবং মারধর করে। প্রায় একমাস সেখানে থাকার পর পুনরায় ধর্মে ফেরার প্রতিশ্রুতি দিয়ে কৌশলে পালিয়ে খুলনায় চলে আসেন। খুলনায় আসার পরে গত ২১ ও ২২ অক্টোবর ০১৭১৬৯০৯৪১২ ও ০১৯৫৩৭৫১৫৮৫ নম্বর থেকে ফোন করে হুমকি দেয়া হচ্ছে বলে তিনি আরও যোগ করেন।
এসব ঘটনায় তিনি ও তার পরিবার চরম আতঙ্কে জীবনযাপন করছেন। বিষয়টি সমাধানে যথাযথ কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
খুলনা গেজেট/ টি আই