খুলনার ফুলতলা উপজেলা পরিষদ চত্বরে বৃহস্পতিবার দুপুরে রিয়াজ নামে এক ব্যক্তিকে ভ্রাম্যমাণ আদালত এক মাসের কারাদন্ড প্রদান করেছেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ ইউসুফ জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার বেলা ১২টায় জাল জালিয়াতির হোতা দামোদর গ্রামের বাসিন্দা রিয়াজ (২৬) নামে এক ব্যক্তি উপজেলা দলিল লেখক সেরেস্তায় অবস্থান করছিল। এ সময় এসিল্যান্ডের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত তাকে আটক করে এক মাসের বিনাশ্রম কারাদন্ড দেন। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন যাবত ওই চক্রটি জমির জাল জালিয়াতিসহ বিভিন্ন অপরাধমূলক কাজ করে আসছিল। বার বার সতর্ক করা সত্ত্বেও তারা এ কাজে লিপ্ত রয়েছে। ইতিপূর্বে ওই ম্যাজিষ্ট্রেট এক বাক প্রতিবন্ধীর জমি জালিয়াতির মাধ্যমে রেকর্ড করতে গেলে ৪ সহোদর ভাই-বোনের বিরুদ্ধে মামলার আদেশ দেন।
খুলনা গেজেট/এনএম