মণিরামপুরের জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণ সোমবার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মিলনমেলায় পরিণত হয়। বার্ষিক অভিভাবক সমাবেশে মেধাবি ৯ শিক্ষার্থীকে সংবর্ধনা দেয়া হয়। একইসাথে পরিচালনা কমিটি অভিভাবকদের নানা পরামর্শ শোনেন ও আমন্ত্রিত অতিথিসহ শিক্ষকরা তাদের দিক নিদের্শনামূলক বক্তব্য দেন।
এদিন সকালে জালঝাড়া ছিদ্দীকিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, অভিভাবক, শিক্ষার্থী ও শিক্ষকদের উপস্থিতিতে সমাবেশের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সবার আনন্দঘন উপস্থিতি মিলনমেলায় পরিণত হয়। মাদ্রাসার সভাপতি সহকারী অধ্যাপক এম. আব্দুল গণির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার আশেক সুজা মামুন। স্বাগত বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মুজিবুর রহমান।
মাদ্রাসার সহকারী শিক্ষক ইলিয়াস হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বিকাশ চন্দ্র সরকার, থানার অফিসার ইনচার্জ শেখ মনিরুজ্জামান। উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কাগজের সহকারী সম্পাদক জাহিদ আহমেদ লিটন, অধ্যক্ষ এবিএম আমানাতুল্লাহ, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ফজলুল হক, শিক্ষক নাজমা খাতুন, মোশাররফ হোসেন, আব্দুল জলিল, হাবিবুর রহমান প্রমুখ।
মতবিনিময় শেষে ৯ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ও বৃত্তি প্রদান করা হয়। একইসাথে মাদ্রাসার অন্যান্য মেধাবী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়। এছাড়া অভিভাবক মায়েদের হিজাব ও বাবাদের গেঞ্জি উপহার প্রদান করা হয়। সকাল থেকে দুপুর পর্যন্ত আনন্দঘন এ আয়োজন স্থানীয়দের মাঝে সাড়া ফেলেছে।