খুলনা, বাংলাদেশ | ৬ জ্যৈষ্ঠ, ১৪৩১ | ২০ মে, ২০২৪

Breaking News

  মৌলভীবাজার সদর উপজেলা নির্বাচন স্থগিত
  এখনও খোঁজ মেলেনি ইরানের প্রেসিডেন্টের, দুর্গম পাহাড়ি এলাকায় চলছে ব্যাপক তল্লাশি অভিযান

জার্মানি-স্পেন হাই ভোল্টেজ ম্যাচ দিয়ে আজ ফিরছে আন্তর্জাতিক ফুটবল

ক্রীড়া প্রতিবেদক

করোনার ধাক্কা সামলে স্বাস্থ্যবিধি মেনে ইউরোপের ক্লাব ফুটবল শুরু হয়েছে জুনে। এবার আন্তর্জাতিক ফুটবলও শুরু হয়ে যাচ্ছে মহাদেশটিতে। আজ উয়েফা ন্যাশনস লিগে খেলতে নামছে ২০টি দেশ। একযোগে ভিন্ন ১০টি দেশে অনুষ্ঠিত হতে যাওয়া ম্যাচগুলোর মধ্যে আছে জার্মানি-স্পেনের হাইভোল্টেজ খেলাও। ২০১০ বিশ্বকাপ সেমিফাইনালের পর এবারই প্রথম প্রতিযোগিতামূলক ম্যাচে মুখোমুখি হচ্ছে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন।

দুই বছর আগে শুরু হওয়া উয়েফা ন্যাশনস লিগের এটি দ্বিতীয় আসর। অংশ নিচ্ছে উয়েফার সদস্য ৫৫টি দেশ। দলগুলোকে মোট চারটি ভাগে বিভক্ত করা হয়েছে, যার নাম দেওয়া হয়েছে লিগ এ, লিগ বি, লিগ সি ও লিগ ডি। প্রথম তিনটি লিগে খেলছে ১৬টি করে দল, যারা আবার চার দল করে চারটি গ্রুপে বিভক্ত। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও একবারের বিশ্বচ্যাম্পিয়ন স্পেন আছে লিগ এ’র গ্রুপ ডিতে। বিভিন্ন পর্যায়ের ফুটবলে এখন পর্যন্ত মোট ২৩ বার মুখোমুখি হয়েছে দুই দল। এর মধ্যে জার্মানি ৯ আর স্পেন ৭ বার জিতেছে, ড্র হয়েছে বাকি সাতটি। ২০১৮ সালে দুই দলের প্রীতি ম্যাচ শেষ হয়েছিল ১-১ সমতায়।

তবে একে অপরের বিপক্ষে আবার খেলার চেয়ে রোমাঞ্চ এখন আন্তর্জাতিক ফুটবলে ফেরার। করোনা সংক্রমণের কারণে মার্চে বন্ধ হয়ে যায় সব ধরনের খেলাধুলা। ক্লাব ফুটবল তিন মাস পর ধীরে ধীরে চালু হলেও জাতীয় দলগুলোর খেলা শুরু হতে হতে চলে এলো সেপ্টেম্বর। জার্মান কোচ জোয়াকিম লো যেমনটা বলছিলেন, ‘মাঠে ফিরতে পারছি এটি ভেবেই ভীষণ আনন্দিত সবাই। বিগত মাসগুলো সহজ ছিল না। করোনা আমাদের জীবনকে বিপদাপন্ন করে তুলেছিল। তবে আন্তর্জাতিক ম্যাচে ফিরতে পারাটা খুশির ব্যাপার।’ আজ স্টুটগার্টের জার্মানি-স্পেন ম্যাচ ছাড়াও মুখোমুখি হবে রাশিয়া-সার্বিয়া, তুরস্ক-হাঙ্গেরি, স্লোভেনিয়া-গ্রিস, ফিনল্যান্ড-ওয়েলস, ইউক্রেন-সুইজারল্যান্ড, লাটভিয়া-অ্যান্ডোরা, ফারো আইল্যান্ডস-মাল্টা, বুলগেরিয়া-আয়ারল্যান্ড ও মালদোভা-কসোভো।

খুলনা গেজেট/এএমআর




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!