জামি’আ ইসলামিয়া উসওয়ায়ে হাসানা খুলনায় খতমে বুখারীতে আখেরী দরস প্রদান করেন জামেয়ার শায়খুল হাদীস ও মুহতামিম হযরতুল আল্লাম মুফতি জিহাদুল ইসলাম। আজ দুপুরে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মেহমান ছিলেন মুফতি রফিকুল ইসলাম, মুফতি ওয়াক্কস আলী, মুফতি ফয়সাল আহমাদ, মুফতি আবুল হুসাইন, মুফতি আসাদুজ্জামান, মুফতি ফারহান, মুফতি মুশফিকুর রহমান, মুফতি মারুফ হাসান,মুফতি আঃ রসিদ, মুফতি আঃ মালেক।
শায়খুল হাদীস মুফতি জিহাদুল ইসলাম বোখারী শরীফের দরস প্রদানকালে বলেন, হাদীসের দরস প্রদান করতে চাইলে সর্বপ্রথম সনদ থাকা জরুরী। যার সনদ নাই তার দ্বীনি বয়ান ও হাদীসের দরস দেওয়ার নৈতিক অধিকার নেই। তাই আমি আমার সনদটি তোমাদের সামনে আগে বলছি। আমি হাদীসের সনদ গ্রহণ করেছি শায়খুল ইসলাম আল্লামা আহমাদ শফীর কাছ থেকে, তিনি গ্রহন করেছেন আল্লামা হুসাইন আহমাদ মাদানীর কাছ থেকে। একে একে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাঃ পর্যন্ত বর্ণনা করেন তিনি।
উপস্থিত দাওরায়ে হাদীসের ক্লাসের ছাত্রদেরকে হাদীসের সনদ প্রদান করা হয় তিনটি শর্তে। দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি করা হয়।
খুলনা গেজেট/ টি আই