জাতীয় পার্টির মনোনীত কেসিসির মেয়র প্রার্থী মুশফিকুর রহমান আজও আদালতে উপস্থিত হয়নি। তিনি আদালতের রেকর্ড অনুযায়ি পলাতক আসামি। নগর জাপার সাধারণ সম্পাদক কাশেম হত্যা মামলায় তিনি অন্যতম আসামি।
আজ জননিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনালে এ মামলার ধার্য্য দিনে আব্দুল গফফার বিশ্বাস ছাড়া অন্য সব আসামি অনুপস্থিত ছিলেন। মামলার স্বাক্ষী অবসর প্রাপ্ত ম্যাজিস্ট্রেট সগির আহমেদের স্বাক্ষ্য গ্রহণ আজ শেষ হয়। ট্রাইব্যুনালের জজ সাইফুজ্জামান হিরো পরবর্তী স্বাক্ষীর প্রয়োজন আছে কিনা এ বিষয়ে পিপিকে নির্দেশ দিয়েছেন। মামলার পরবর্তী তারিখ এখনও নির্ধারণ হয়নি।
এদিকে নিহত কাশেমের ভ্রাতুষ্পুত্র শেখ মনিরুজ্জামান আজ আদালতে অভিযোগ করেন আসামিরা তার পরিবারকে হুমকি প্রদর্শন করছে। তিনি তার অভিযোগে উল্লেখ করেন, গত ১২ ফেব্রুয়ারি আসামিরা তার বাড়ির সামনে এসে গালিগালাজ করে। তিনি পিপির পাশাপাশি আরও দু’জন আইনজীবী আদালতে নিযুক্ত করার জন্য আবেদন করেছেন। একই সাথে তিনি আসামিদের জামিন বাতিলের প্রার্থনা করেছেন।
খুলনা গেজেট/এনএম