যশোর জেলা আইনজীবী সমিতির নির্বাচনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে আইনজীবী সমিতির অফিস কক্ষে নির্বাচন কমিশনার ইসমত হাসারের কাছে তারা মনোননয়ন পত্র জমা দেন।
প্যানেলের প্রার্থীরা হলেন, সভাপতি আরএম মঈনুল হক ময়না, সাধারণ সম্পাদক এম এ গফুর, সহ-সভাপতি আব্দুল লতিফ ও মঞ্জুর কাদের আশিক, যুগ্ম সম্পাদক আশেক মাসুক সুমন , সহকারী সম্পাদক কাজী সেলিম রেজা ময়না ও মাধবেন্দ্র অধিকারী, গ্রন্থাগার সম্পাদক নুরুজ্জামান খান ও কার্যকরী সদস্য পদে মাহমুদা খানম, মকবুল হোসেন, সেলিম রেজা, রোকনুজ্জামান ও রুহিন বালুজ।
এসময় উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী নজরুল ইসলাম, সৈয়দ সাবেরুল হক সাবু, মোহাম্মদ ইসহক, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের জেলা শাখার সাধারণ সম্পাদক আমিনুর রহমান প্রমুখ।
নির্বাচন কমিশনার জানান, আগামি ১৫ নভেম্বর মনোনয়নপত্র বাছাই ও বৈধ প্রার্থীদের নাম সমিতির উভয় ভবনের নোটিশ বোর্ডে টাঙানো হবে। ২০ নভেম্বর দুপুর ২টার মধ্যে মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে। ২৮ নভেম্বর সমিতির ১ নম্বর ভবন মিলনায়তনে সকাল ১০ থেকে বিরতিহীনভাবে বিকেল সাড়ে ৪ পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এবারের নির্বাচনে চার শ’ ৭৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।
খুলনা গেজেট/এ হোসেন