“স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে, খাবার খাবো পুষ্টি গুণে ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পুষ্টি সপ্তাহ-২০২৪ উপলক্ষে সাতক্ষীরায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান মহাখালী ও সিভিল সার্জন অফিস সাতক্ষীরার বাস্তবায়নে বৃহস্পতিবার (৯ মে) সকাল সাড়ে ১০ টায় সদর হাসপাতাল কনফারেন্স রুমে উক্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়।
সাতক্ষীরা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ফরহাদ জামিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার মো. পলাশ আহমেদ।
এসময় আরো বক্তব্য রাখেন, জেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপ-পরিচালক গাজী বশির আহমেদ, জেলা ভোক্তাধিকার কর্মকর্তা মো. নাজমুল হাসান, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা দীপংকর দত্ত, সদর হাসপাতালের জুনিয়র শিশু কনসালটেন্ট ডাঃ মো. রিয়াদ হাসান, সুশীলন সংস্থার উপ-পরিচালক জি এম মনিরুজ্জামান, ইউনিসেফ খুলনার ফিল্ড অফিসের কর্মকর্তা শারমিন আক্তার, প্রাথমিক শিক্ষা অফিসার হোসনে করিম, ডাঃ সাইফুল আলম, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম প্রমুখ।
বক্তারা এসময় বলেন, সুস্থ্য জীবনের জন্য অতিরিক্ত ভাজা, তৈলাক্ত খাবার ও ফাস্টফুড বর্জন করতে হবে। খাবারে চিনি ও লবনের মাত্রা সব সময় সীমিত রাখতে হবে। এছাড়া বাচ্চাদের খাবারের ব্যাপারে পরিবার পর্যায়ে অবশ্যই সচেতন হবে। বসত ভিটায় বেশি বেশি সবজি চাষ করতে হবে।
খুলনা গেজেট/এএজে