খুলনা, বাংলাদেশ | ৭ মাঘ, ১৪৩১ | ২১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন চাই : ফখরুল
  নাটোরে লালপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ৩ স্কুলশিক্ষার্থী নিহত

জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না: সারমিন সালাম

দিঘলিয়া প্রতিনিধি

খুলনা-৪ আসনের সংসদ সদস্য আব্দুস সালাম মূশের্দীর সহধর্মিনী ও এনভয় গ্রুপের পরিচালক সারমিন সালাম বলেছেন, জাতির পিতার জন্ম না হলে বাংলাদেশের জন্ম হতো না। জাতির পিতার জন্ম না হলে বাংলা ভাষা হারিয়ে যেত।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে দেশের সকল স্তরের উন্নয়ন দেখা যায়। দেশের যত উন্নয়ন সব আওয়ামী লীগ সরকারের অবদান। আগামী নির্বাচনে সকল ভেদাভেদ ভুলে আওয়ামী লীগকে বিজয়ী করার লক্ষ্যে ঐক‍্যবন্ধ হয়ে কাজ করার আহবান জানান।

আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) রূপসা উপজেলার আলাইপুর ডিগ্রি কলেজের বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথীর বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আলাইপুর ডিগ্রি কলেজের গভর্নিং বডির সভাপতি এসএম হাবিব অনুষ্ঠানে সভাপতিত্ব করেব। স্বাগত বক্তৃতা করেন আলাইপুর ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবু সাঈদ খান।

অনুষ্ঠানে বিশেষ অতিথী হিসেবে বক্তৃতা করেন জাতীয় ক্রীড়া ব্যক্তিত্ব শাহীনা আজাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, থানা অফিসার ইনচার্জ সরদার মোশাররফ হোসেন।

অন্যন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ মোরশেদুল আলম বাবু, নজরুল ইসলাম, অধ্যাপক আল মামুন সরকার, সহকারী অধ্যাপক সুধাংশ গাইন, দীপক কুমার কর্মকার, নুরুন নাহার, দিপংকর হালদার, ইউপি চেয়ারম্যান মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, আলহাজ্ব ইসহাক সরদার, উপজেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক আবদুল গফুর খান, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক স ম জাহাঙ্গীর, এমপির প্রধান সমন্বকারী নোমান ওসমান রিচি, জেলা মহিলা আওয়ামী লীগের নেত্রী আজিজা সুলতানা, সাবিনা ইয়াসমিন, সাবিনা বেগম, রিনা পারভীন, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা রুনা, আনজুয়ারা সুমি, নয়ন তারা।

সালাম মুর্শেদী সেবা সংঘের টিম লিডার শামছুল আলম বাবু, মৎস্যজীবী লীগ নেতা মুছা লস্কর, যুবলীগ নেতা সুব্রত বাকচী, জসিম সরদার, রতন মন্ডল, আশিকু উজ্জামান তানভীর, শরিফুল ইসলাম হিমেল, আরিফুর ইসলাম কাজল, সোহাগসহ ইউপি সদস‍্য ও শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মনি শংকর নাগ।

খুলনা গেজেট/ এস আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!