সন্ত্রাসী হামলায় নিহত খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুর ইউপি চেয়ারম্যান ও আওয়ামীলীগ নেতা গাজী জাকির হোসেন হত্যা মামলার ৬ আসামিকে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন বিজ্ঞ আদালত। এদিকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে উপজেলা যুবলীগ আজ বিকালে বারাকপুর ইউপি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা দিঘলিয়া থানার এস আই রানা প্রতাপ ঘোষ আসামিদের জিজ্ঞাবাদের জন্য ৭ দিনের রিমান্ড আবেদন করলে বিজ্ঞ আদালত ২ দিনের রিমান্ড মঞ্জুর করেন। বৃহস্পতিবার (২৫ আগস্ট) ৬ আসামিকে থানায় এনে জিজ্ঞাসাবাদ শুরু করেছেন মামলার আইও। আসামিরা হলো, শেখ আনছার আলী, সালাম শেখ, আলমগীর মোল্যা, কামাল মল্লিক, মিকাইল শেখ ও আসলাম বিশ্বাস। মামলার এজাহারভুক্ত প্রধান আসামি নিহত জাকির গাজীর এক সময়ের সহযোগি সোহেল শেখ পলাতক রয়েছে।
এদিকে গাজী জাকির হোসেন নিহত হওয়ার পর তাঁর ছেলের দায়ের করা নিয়মিত মামলার সঙ্গে ৩০২ ধারা অন্তর্ভুক্তির জন্য বিজ্ঞ আদালতে আবেদন করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই রানা প্রতাপ ঘোষ।
প্রসঙ্গত, ১২ জুন সন্ধায় আড়ুয়া থেকে বারাকপুর বাজার সংলগ্ন নিজ বাড়িতে ফেরার পথে বোয়ালিয়ারচরে নৃশংসভাবে সন্ত্রাসী হামলার শিকার হন বারাকপুর ইউপি চেয়ারম্যান, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও সংগঠনের প্রাক্তন উপজেলা কমিটির দাপুটে সাধারণ সম্পাদক গাজী জাকির হোসেন। সন্ত্রাসীরা এ সময় এলোপাথাড়ি হামলা চালিয়ে তাঁর দু’পা এবং দু ‘হাত ভেঙ্গে গুড়ো গুড়ো করে দেয়। হামলায় সময় সন্ত্রাসীরা লোহার রড, জিআই পাইপ ব্যবহার করে। প্রথমে তাঁকে খুলনা সিটি মেডিকেল কলেজ হাসপাতালে পরবর্তীতে ঢাকা পঙ্গু হাসপাতালে এবং সর্বশেষ ঢাকা স্পেশালাইজড হাসপাতালে চিকিংসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
সন্ত্রাসী হামলার ১ দিন পর নিহত গাজী জাকির হোসেনের বড় ছেলে গাজী আরাফাত হেসেন কাইফ ১০ জনকে এজাহারভুক্ত এবং অজ্ঞাত ৫/৬ জনকে আসামি করে দিঘলিয়া থানায় একটি মামলা দায়ের করেন। প্রথমাবস্থায় মামলার সকল আসামি হাইকোর্ট থেকে জামিন নিয়ে আসে। পরবর্তীতে আসামিদের জামিনের মেয়াদ শেষ করে চলতি মাসের ৮ আগস্ট খুলনা চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে মামলার ৬ আসামি পুনরায় জামিনের আবেদন করলে বিজ্ঞ আদালত তাদের জামিন আবেদন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন।
এ দিকে সন্ত্রাসী হামলায় নিহত গাজী জাকির হোসেনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে দিঘলিয়া উপজেলা যুবলীগ আজ শুক্রবার বেলা ৩ টায় বারাকপুর ইউপি চত্বরে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেছে।