খুলনা, বাংলাদেশ | ১০ অগ্রহায়ণ, ১৪৩১ | ২৫ নভেম্বর, ২০২৪

Breaking News

  আইপিএল নিলামে অবিক্রিত মোস্তাফিজুর রহমান, ভিত্তিমূল্য ছিলো ২ কোটি রুপি
  ইসকন নেতা চিন্ময় দাসকে বিমান বন্দরে গ্রেপ্তার করেছে ডিবি
  কক্সবাজারের টেকনাফ সমুদ্র সৈকতে গোসলে নেমে নিখোঁজ দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার
  সাবেক আইজিপি মামুনের ফের ৩ দিনের রিমান্ড

জলাবদ্ধতা নিরসনের দাবিতে পানিতে দাঁড়িয়ে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা

সাতক্ষীরা সদর উপজেলার বেতনা-মরিচ্চাপ নদীর অববাহিকার জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন এবং দ্রুত মানবিক সহায়তার দাবিতে হাটু পানিতে দাড়িয়ে মানববন্ধন করেছে ভুক্তভোগি এলাকাবাসি।

বুধবার (৬ অক্টোবর) দুপুরে সাতক্ষীরা সদর উপজেলার বেতনা নদীর বেড়াডাঙ্গি এলাকায় পানি কমিটি এই মানববন্ধন কর্মসুচির আয়োজন করে।

বেতনা নদীর তীরের বেড়াডাঙ্গি এলাকার বিস্তীর্ণ জলাবদ্ধ জমিতে হাটুপানিতে দাড়িয়ে ভুক্তভোগীরা বলেন, ‘আমরা পানিতে ডুবছি। আমাদের ফসল নষ্ট হয়ে গেছে। বাড়িঘর ধ্বসে পড়েছে। যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হয়েছে। সুপেয় পানির অভাবে নানা ধরনের পীড়ার সাথে আক্রান্ত হয়েছি চর্মরোগে।’ এই দুরবস্থা থেকে রক্ষার জোর দাবি তোলেন তারা।

তারা আরও বলেন, ‘আমাদের এলাকা কর্মহীন হয়ে পড়ায় পুরুষ শুন্য হয়ে পড়েছে। নারীরা সংসারের দায়ভার নিয়ে অচল অবস্থায় পড়েছেন। পয়ঃনিষ্কাশনের ব্যবস্থা নেই, পানি অপসারণের কোন পথ নেই। ফসল শেষ হওয়ার সাথে সাথে ছোট ছোট মাছের ঘেরগুলিও তলিয়ে গেছে। গবাদিপশু, হাসমুরগি পালনও বন্ধ হয়ে গেছে। বেতনা নদীর তলদেশ উঁচু হয়ে পড়ায় এ বছরে প্রয়োজনের তুলনায় ৭০০ মিলিমিটার গড় বৃষ্টিপাত কম হলেও জলাবদ্ধতা বৃদ্ধি পেয়েছে।’

সাতক্ষীরার বেসরকারি উন্নয়ন সংস্থা উত্তরণ পরিচালিত পানি কমিটির সদর উপজেলার সভাপতি মিজানুর রহমানের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, পানি কমিটির সম্পাদক মোঃ নুরুল ইসলাম, মনিরামপুরের এড. কামরুজ্জামান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, কুলোটি ইউপি চেয়ারম্যান শেখর চন্দ্র, পায়রা ইউপি চেয়ারম্যান বিষ্ণুপদ, মঈনুল হোসেন, মীর জাকির হোসেন, পাইকগাছার আব্দুল রাজ্জাক মৌলঙ্গি, সেলিম আক্তার স্বপন, অধ্যক্ষ আশেক ই এলাহী প্রমুখ।

বক্তারা এসময় বলেন, বেতনা ও মরিচ্চাপ অববাহিকার ৪৭টি গ্রামের ৮ হাজার পরিবারের প্রায় ৫০ হাজার মানুষ ভয়াবহ জলাবদ্ধতার শিকার হয়ে আছে গত ৩ মাস যাবত। প্রায় তিন দশক ধরে এই অঞ্চলের ২০ লাখ মানুষ একই সমস্যায় ভুগছেন। বেতনা-মরিচ্চাপ নদীর অববাহিকার জলাবদ্ধতা নিরসনে টিআরএম বাস্তবায়ন এবং দ্রুত মানবিক সহায়তার দাবি জানান বক্তারা।

পরে বেড়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় ময়দানে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বক্তারা আরও বলেন, জরুরী ভিত্তিতে এ অঞ্চলের মানুষের হাতে নগদ অর্থ পৌছে দিয়ে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা দরকার। একইসাথে সেচপাম্প বসিয়ে পানি অপসারণের ব্যবস্থা নিতে হবে। অপরদিকে দীর্ঘমেয়াদি পরিকল্পনা হিসেবে বেতনা ও মরিচ্চাপ খনন করে সমস্যার সমাধান করতে হবে।

মানববন্ধন ও সংবাদ সম্মেলনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদেও চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান বাবু।

খুলনা গেজেট/ এস আই

 

 

 




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!