খুলনা, বাংলাদেশ | ২৭ পৌষ, ১৪৩১ | ১১ জানুয়ারি, ২০২৫

Breaking News

  বোলিং অ্যাকশন পরীক্ষায় আবারও ফেল সাকিব আল হাসান, এক বছরের জন্য বল করতে পারবেন না আন্তর্জাতিক ক্রিকেটে
  নিবন্ধিত সব রাজনৈতিক দল নিয়েই আগামী জাতীয় নির্বাচন: সিইসি
  সংস্কার-নির্বাচন নিয়ে বিএনপির অবস্থানের ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে : ফখরুল
অর্থাভাবে সেচ পাম্প বসাতে পারছে না বিল কৃষি ও মৎস্য উন্নয়ন প্রকল্প

জলাবদ্ধতায় বাগদহ বিলে ধান ও মাছ উৎপাদন বন্ধ

অভয়নগর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ভবদহের জলাবদ্ধতায় আক্রান্ত বাগদহ বিল। ২০০৮ সালে এলাকা জলাবদ্ধতা মুক্ত হলে ওই বিলটি ঘিরে গড়ে উঠে বাগদহ বিল কৃষি ও মৎস্য উন্নয়ন প্রকল্প। প্রকল্পের আয়তন প্রায় ১৫৬ একর। বিলটিতে প্রায় ৫০০ কৃষক পরিবার রয়েছে।

প্রকল্পের শুরুতে বিলে মাছ চাষের পাশাপাশি ধান চাষ করে কৃষকেরা অধিক লাভবান হয়েছেন। সে সময়ে বিলটিতে প্রায় ৪৮০ টন ধান ও দুই কোটি টাকার মাছ উৎপাদন হয়েছে বলে প্রকল্পের কর্মকর্তারা জানান। বিগত তিন বছর বিলটি জলাবদ্ধ থাকার কারণে কচুরিপানা ও জলজ আগাছায় পতিত হয়ে পড়ে রয়েছে।

বর্তমানে শ্রী হরি নদী নব্যতা হারিয়ে ভরাট হয়ে যাওয়ায় ভবদহ অঞ্চালের ২৭টি বিল জলাবদ্ধতার কবলে পড়েছে। শুকনো মৌসুমে কিছু কিছু বিলে সেচ দিয়ে শুকিয়ে ধান চাষ করা সম্ভব হচ্ছে। যে সব বিলে সেচ দেওয়া সম্ভব হচ্ছে সেখানে ধান চাষের ফলে মাছের উৎপাদন ও বাড়ছে। তা ছাড়া যে সব বিলে সেচ দেওয়া সম্ভব হচ্ছে না সেখানে কচুরিপানা ও জলজ জঙ্গলে অজন্মা বিলে পরিনত হয়েছে।

বাগদহ বিল অজন্মা পতিত বিলের একটি অংশ। বিল ঘুরে দেখা গেছে, চলিশিয়া ও বাগদহ গ্রামের পাশ দিয়ে বয়ে গেছে বেদভিটা খাল। বাগদহ বিল কৃষি ও মৎস্য প্রকল্পটির জমে থাকা পানি সেচ দিয়ে ওই খালে তুলে দেওয়া হলে ভবহের ২১ ভেন্ট ও ৯ ভেন্টের কপাটে পৌঁছে যাবে। সেখানে স্থাপিত বিএডিসির সেচ প্রকল্পের পাম্প দিয়ে ওই পানি নিষ্কাশিত হয়ে সাগরে যাবে।

বেদভিটে খালে সেচযন্ত্র বসাতে হলে বিদ্যুৎ সুবিধা পেতে অনেক অর্থ ব্যয় হবে। তাছাড়া প্রয়োজন মাফিক পাম্প ক্রয় করা এলাকার কৃষকের পক্ষে সম্ভব হচ্ছে না। এর জন্য তারা সরকারের সংশ্লিষ্ট বিভাগের হস্তক্ষেপ কামনা করেছেন।

বাগদহ বিল কৃষি ও মৎস্য প্রকল্পের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, প্রকল্পের শুরুতে কয়েক বছর ভবহদের গেট দিয়ে পানি নিষ্কাশিত হয়ে যাওয়ার ফলে প্রকল্পের সদস্যরা ধান ও মাছ চাষ করে ব্যাপক লাভবান হয়। কিন্তু বিগত কয়েক বছর পানি না শুকানোর কারণে কচুরিপানা ও আগাছায় বিলটি পতিত হয়ে পড়ে রয়েছে। তিনি আরো বলেন, বিলের পাশ দিয়ে বয়ে গেছে বেদ ভিটে খাল। ওই খালে পানি সেচ দিয়ে বিলটি শুকানো সম্ভব। এ কাজে অনেক অর্থ ব্যয় হবে। এ জন্য তিনি সরকরের বিএডিসি(বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন) সংস্থার হস্তক্ষেপ কামনা করেছেন।

বিলের কৃষক হুমায়ূন কবির বলেন, এক সময় ওই বিলে ধান চাষের পাশাপাশি তিল ও তরমুজের চাষ করতাম। এখন সে সব শুধু স্বপ্ন। ২/৩ বছর বিলে ফসল না হওয়ার কারণে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছি।

জেলা বিএডিসির সহকারি প্রকৌশলী সোহেল রানা বলেন, আমরা সেচ সুবিধা দেওয়ার জন্য ভবদহ এলাকায় প্রকল্প হাতে নিয়েছি। বাগদহ বিল কৃষি ও মৎস্য প্রকল্পের কর্মকর্তারা আমাদের কাছে আসলে তাদের প্রয়োজনীয় পরামর্শ ও সহায়তা প্রদান করা হবে।

খুলনা গেজেট/ টি আই




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!