খুলনা, বাংলাদেশ | ২১ আশ্বিন, ১৪৩১ | ৬ অক্টোবর, ২০২৪

Breaking News

  সাবেক পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব আমিনুল ইসলাম খান গ্রেপ্তার
  দেশে ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১২২৫
  পোল্যান্ডের রাষ্ট্রদূত হিসেবে খোরশেদ আলমের নিয়োগ বা‌তিল : পররাষ্ট্র মন্ত্রণালয়
  সাবেক মন্ত্রী আব্দুর রহমানের দেশত্যাগে নিষেধাজ্ঞা

জমে উঠেছে তালা উপজেলা পরিষদ নির্বাচন: তিন পদে লড়ছেন ১৫ প্রার্থী

মুজিবর রহমান

সাতক্ষীরার তালা উপজেলায় উপজেলা পরিষদ নির্বাচন শেষ মুহূর্তে বেশ জমে উঠেছে। প্রার্থী কর্মি সমর্থকরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত গণসংযোগ, সভা, সমাবেশ চালাচ্ছেন। ২১ মে নির্বাচন অনুষ্ঠিত হবে। সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ চলবে। রবিবার মধ্যরাতেই শেষ হচ্ছে সকল প্রচার প্রচারণা। এরই মধ্যে উপজেলার সকল হাটবাজারসহ গুরুত্বপূর্ণ স্থানে শোভা পাচ্ছে প্রার্থীর রং-বেরঙের পোস্টার ব্যানার ফেস্টুন। চেয়ারম্যান পদে ৭জন প্রার্থী ভাইস চেয়ারম্যান পদে ৬জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তালা উপজেলা নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার বর্তমান চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার (কাপ-পিরিচ), উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান (চিংড়ি মাছ), প্রাক্তন প্রধান শিক্ষক মো. আমিনুল ইসলাম (দোয়াত-কলম), জেলা কৃষক লীগের সাবেক সভাপতি বিশ্বজিত সাধু (হেলিকপ্টার) জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান গোলদার (মোটর সাইকেল), এমএ মালেক (আনারস) ও উপজেলা জাতীয় পার্টির সভাপতি সাংবাদিক এসএম নজরুল ইসলাম (ঘোড়া) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উপজেলায় একাধিক ভোটার কর্মি সমর্থকদের সাথে আলাপকালে জানা গেছে চেয়ারম্যান পদে মূল প্রতিদ্বন্দ্বিতা হতে পারে তিন প্রার্থীর সাথে।

ভাইস চেয়ারম্যান পদে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার হোসেন (মাইক), সাংবাদিক মো. আব্দুল জব্বার (তালা চাবি), শাহ আলম টিটো (টিউবওয়েল), কাজী ইমরান হোসেন লিয়াকাত (উড়োজাহাজ), নাজমুল হুদা পলাশ(টিয়াপাখি), মো. বাবলরু রশিদ (চশমা) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। উপজেলার ভোটার কর্মি সমর্থকরা জানান, ভাইস চেয়ারম্যান পদে ত্রিমুখী লড়াই হবে। মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান মুরশিদা পারভীন পাঁপড়ী (কলস) ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মোস্তারী সুলতানা পুতুল (ফুটবল) প্রতীক নিয়ে নির্বাচন করছেন। এ পদে হাড্ডাহাড্ডি লড়াই হবে। তবে সব কিছু জানতে ২১তারিখ পর্যন্ত অপেক্ষা করতে হবে।

উল্লেখ্য, তালা উপজেলার ১২টি ইউনিয়নে ২ লাখ ৬৬ হাজার ২৩৪জন ভোটার রয়েছেন। এরমধ্যে পুরুষ ভোটার ১লাখ ৩৪ হাজার ১৮১জন, নারী ভোটার ১লাখ ৩২ হাজার ৫২জন এবং একজন হিজড়া ভোটার রয়েছেন।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!