খুলনা, বাংলাদেশ | ৬ পৌষ, ১৪৩১ | ২১ ডিসেম্বর, ২০২৪

Breaking News

  রাজশাহীতে বাসচাপায় স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত
  দৈনিক জন্মভূমির সিনিয়র রিপোর্টার হারুন অর রশিদ (৫৫) আর নেই
  গাজীপুরের শ্রীপুরে বাসায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ২

জমি নিয়ে বিরোধ, নড়াইলে কৃষককে কুপিয়ে হত্যা

গে‌জেট ডেস্ক

নড়াইলের লোহাগড়া উপজেলার চরদিঘলিয়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষরা কৃষক ওলিয়ার মোল্যাকে (৬০) কুপিয়ে ও পিটিয়ে হত্যা করেছে।

শনিবার সকাল ৮টার দিকে তার বাড়ির পাশে এ হত্যার ঘটনা ঘটে। নিহত ওলিয়ার উপজেলার চরদিঘলিয়া গ্রামের আবদুর রাজ্জাক মোল্যার ছেলে।

এ বিষয়ে নিহতের স্ত্রী আছমা বেগমসহ পরিবারের সদস্যরা জানান, পঞ্চপল্লীর মাতব্বর ফিরোজ, মফিজ ও রোকন মোল্যার নেতৃত্বে প্রতিপক্ষের অন্তত ২০ জন জমিসংক্রান্ত বিরোধের জের ধরে ওলিয়ার মোল্যাকে কুপিয়ে ও পিটিয়ে হত্যা করে।

এ প্রসঙ্গে লোহাগড়া থানার ওসি কাঞ্চন কুমার রায় বলেন, নড়াইল আধুনিক সদর হাসপাতাল মর্গে ওলিয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এ ঘটনায় সঙ্গে জড়িতদের আটকের চেষ্টা চলছে।

খুলনা গেজেট/ টিএ




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন

এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।

© 2020 khulnagazette all rights reserved

Developed By: Khulna IT, 01711903692

Don`t copy text!