নগরীর শিরোমণি ও মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধকৃত ব্যক্তি মালিকানাধিন মহসেন, সোনালী, এ্যাজাক্স, জুট স্পিনার্স, আফিল জুট মিলসহ সকল কলকারখানার শ্রমিক কর্মচারিদের বকেয়া পাওনা পরিশোধ ও বন্ধকৃত কলকারখানা চালু সহ ৬ দফা দাবি আদায়ের লক্ষে বেসরকারি পাট সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের উদ্যোগে শুক্রবার বিকাল ৪ টায় ফুলবাড়ীগেট জনতা মার্কেট এর সামনে থেকে গণমিছিল বের করে শ্রমিকরা । মিছিলটি খুলনা যশোর মহাসড়কের ফুলবাড়ীগেট এলাকার গুরুত্বপুর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জনতা মার্কেটের সামনে সংক্ষিপ্ত পথ সভার মধ্য দিয়ে শেষ হয় ।
বেসরকারি পাট ,সুতা বস্ত্রকল শ্রমিক কর্মচারী ফেডারেশনের এর সভাপতি শেখ আমজাদ হোসেন এর সভাপতিত্বে ও শ্রমিক নেতা ওবায়দুর রহমান এর পরিচালনায় বক্তব্য রাখেন , সাধারন সম্পাদক গোলাম রসুল খান, মুক্তিযোদ্ধা ক্বারী আছহাব উদ্দীন, মোঃ সাইফুল ইসলাম, লিয়াকত মুন্সি, সেকেন্দার আলী, মোঃ বক্তিয়ার, নিজামউদ্দিন, মোঃ কাবিল হোসেন, আব্দুল ওহাব, বাবুল হোসেন, ফারুক চোকদার, আলাউদ্দিন, সাইফুল্লাহ তারেক , মিহির রঞ্জন বিশ্বাস প্রমুখ।
সভায় নেতৃবৃন্দ বলেন, শ্রম পরিচালক মোঃ মিজানুর রহমান শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধের আশ্বাসের ভিত্তিতে নির্ধরিত ভুখা মিছিল , রাজপথ , রেলপথ অবরোধ কর্মসূচি স্থগিত করে । আমাদের ন্যায্য দাবী আদায়ের লক্ষে ধারাবাহিক ভাবে কর্মসূচি পালন করে আসছি । শ্রম পরিচালকের আশ্বাস অনুযায়ি ১৫ ডিসেম্বর এর মধ্যে শ্রমিকদের ৬ দফা দাবি আদায়ের ব্যাপারে কোন পদক্ষেপ গ্রহণ করা না হলে ঐ দিন ফেডারেশনের বৈঠক থেকে কঠিন কর্মসুচি ঘোষণা করা হবে। এছাড়া আগামি ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে বিকাল ৩ টায় সংগঠনের পক্ষ থেকে এ্যাজাক্স শ্রমিক কলোনিতে বিজয় দিবসের আলোচনা সভা ও শ্রমিকসভা হবে বলে জানান শ্রমিক কর্মচারী ফেডারেশন নেতৃবৃন্দ ।
খুলনা গেজেট/এ হোসেন