খুলনায় জমে উঠেছে ইসলামী বই মেলা। শুক্রবার ছুটির দিনে বিকেলের পর থেকে বই মেলায় মানুষের ভিড় বাড়তে থাকে। সন্ধ্যায় ইসলাম প্রিয় মানুষের মিলন মেলায় পরিণত হয় নগরীর লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠের ইসলামী বইমেলা প্রাঙ্গণ। এ সময় বিভিন্ন ইসলামী সঙ্গীত, হামদ ও নাতে মুগ্ধ হন মেলায় আগতরা। দীর্ঘদিন পর ব্যতিক্রমী মেলার আয়োজনে সন্তোষ প্রকাশ করেন সবাই।
বাংলাদেশ সৃজনশীল ইসলামী পুস্তক প্রকাশক সমিতির আয়োজনে গত ২১ ডিসেম্বর থেকে নগরীর গল্লামারী লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে শুরু হয়েছে ইসলামী বই মেলা। আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত মেলা চলবে। দেশের স্বনামধন্য ইসলামী বইয়ের ২৪টি প্রকাশনা প্রতিষ্ঠান মেলায় অংশ নিয়েছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চালু রয়েছে।
শুক্রবার ছিলো মেলার তৃতীয় দিন। বিকেলে মেলায় গিয়ে দেখা গেছে, বাবা-মায়ের সঙ্গে শিশু-কিশোররাও মেলায় বই কিনতে এসেছে। স্বল্পমূল্যে ইসলামী বইসহ কোরআনের তাফসির, হাদিসের অনুবাদের বই বিক্রি হচ্ছে। মেলার বিভিন্ন স্টলে রয়েছে কোরআন ও হাদীসের বিভিন্ন ঘটনা অবলম্বনে শিশুদের বই ও কমিকস।
প্রতীক প্রকাশনার স্টলের ফজলে রাব্বী জানান, পাঁচ দিনব্যাপী বইমেলা মূলত বৃহস্পতিবার থেকে জমে উঠেছে। বিশেষ করে বিকেলে পাঠক ও দর্শনার্থীদের পদচারণায় জমজমাট হয় মেলা প্রাঙ্গণ।
মেলায় ঘুরতে আসা তৃতীয় শ্রেণির শিক্ষার্থী মানহা হুসাইন জানান, পত্রিকায় মেলার সংবাদ দেখে এসেছি। ছোটদের ইসলামী গল্পের বই কিনেছি।
সাদ আব্দুল্লাহ তূর্য, সালমান, রেহান ও রাফি বলেন, মেলায় এসে ভীষণ ভালো লাগছে। মেলা ইসলামিক অনেক বইয়ের সমাহার রয়েছে। যা আগে কখনো দেখিনি।
আয়োজকরা জানান, মেলায় মানুষের উপস্থিতি ও আগ্রহ দেখে খুবই ভালো লাগছে। আগামীতে প্রতিবছর মেলা আয়োজনের বিষয়ে চিন্তাভাবনা চলছে।